ঢাকা | বঙ্গাব্দ

ইউক্রেনের সব পশ্চিমা অস্ত্র ধ্বংস করবো: রাশিয়া

ইসরায়েল থেকে ইউক্রেনে প্রেট্রিয়ট পাঠানোর খবরে সাংবাদিকরা রাশিয়ার প্রতিক্রিয়া জানতে চাইলে ওই রুশ কূটনীতিক বলেন, আমরা সবাইকে ইউক্রেনে অস্ত্র না পাঠাতে অনুরোধ করবো।
  • | ০২ জুলাই, ২০২৪
ইউক্রেনের সব পশ্চিমা অস্ত্র ধ্বংস করবো: রাশিয়া জাতিসংঘে নিযুক্ত রাশিয়ার স্থায়ী প্রতিনিধি ভেসিলি নেবেনজিয়া

ইসরায়েল থেকে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা প্যাট্রিয়ট ইউক্রেনে পাঠাতে চাচ্ছে যুক্তরাষ্ট্র- এ খবরে বেজায় চঠেছে রাশিয়া। পশ্চিমা দেশগুলো ইউক্রেনকে সহায়তার জন্য যেসব অস্ত্র দেবে- সব ধ্বংস করে দেবে বলে রাশিয়া হুশিয়ারি দিয়েছে। জাতিসংঘে নিযুক্ত রাশিয়ার দূত ভেসিলি নেবেনজিয়া এই হুশিয়ারি দিয়েছেন। তিনি বিশ্বের সব দেশের প্রতি ইউক্রেনকে অস্ত্র না দেয়ার আহ্বান জানান।
 
ইসরায়েল থেকে ইউক্রেনে প্রেট্রিয়ট পাঠানোর খবরে সাংবাদিকরা রাশিয়ার প্রতিক্রিয়া জানতে চাইলে ওই রুশ কূটনীতিক বলেন, আমরা সবাইকে ইউক্রেনে অস্ত্র না পাঠাতে অনুরোধ করবো।

জুন মাসে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে সভাপতিত্ব করে রাশিয়া। সভাপতির দায়িত্ব পালন শেষে জাতিসংঘে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন জাতিসংঘে নিযুক্ত রাশিয়ার স্থায়ী প্রতিনিধি ভেসিলি নেবেনজিয়া।

সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, পুনরায় প্রেসিডেন্ট নির্বাচিত হলে একদিনে ইউক্রেন যুদ্ধ বন্ধ করে দেবো, এ বিষয়টি নিয়েও রুশ কূটনীতিকের প্রতিক্রিয়া জানতে চান সাংবাদিকরা।

এ সময় ভেসিলি নেবেনজিয়া বলেন, এসব তার ফালতু কথা, ইউক্রেন সমস্যা রাতারাতি সমাধান করা করো পক্ষ্যে সম্ভব না। তিনি বলেন, রাশিয়ার প্রেসডেন্ট ভ্লাদিমির পুতিন গত ১৪ জুন ইউক্রেন যুদ্ধ থামাতে যে প্রস্তাব দিয়েছেন- সেটাই একমাত্র সমাধানের পথ।

উল্লেখ্য, পুতিন ১৪ জুন ঘোষণা দেন- ইউক্রেন যদি রাশিয়ার অধিকৃত দোনেৎস্ক, খেরসন, লুহানস্ক ও জাপোরিঝিয়া অঞ্চল থেকে নিজেদের সেনা প্রত্যাহার করে নেয়, তাহলে ২০২২ সালের ফেব্রুয়ারি থেকে শুরু করা বিশেষ সামরিক অভিযান বন্ধ করবে রাশিয়া।