অনেক অপেক্ষার অবসান ঘটিয়ে ১৭ বছর পর আইসিসি টি-টোয়েন্টি ট্রফি ঘরে তুলেছে ভারত। দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে গত ২৯ জুন তারা দ্বিতীয়বারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়েছে। এমন মুহূর্তে উল্লাসে মাতোয়ারা হয়ে খেলোয়াড়রা নানা উদযাপনে মাতবেন, এটাই স্বাভাবিক। তবে ভারতীয় অধিনায়ক রোহিত শর্মার অদ্ভুত এক আচরণ নজর কাড়ে। ফাইনালের পিচ থেকে মাটি তুলে তিনি মুখে নেন, যার কারণ ব্যাখ্যা করেছেন রোহিত।
ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআইয়ের প্রকাশিত এক ভিডিওতে তিনি এর জবাব দিয়েছেন। সেখানে রোহিত জানান, ‘আগে থেকে কোনো কিছু ঠিক করা ছিল না। আমার যেমন মনে হয়েছে, তেমন করেছি। উপভোগ করছিলাম মুহূর্তটা। ওই পিচ আমাদের টি-টোয়েন্টি বিশ্বকাপ দিয়েছে। এই মাঠ এবং পিচ আমি ভুলতে পারব না। তাই এর একটা অংশ আমি নিজের কাছে রাখতে চেয়েছিলাম। এই মুহূর্তগুলো খুবই স্পেশাল। আমার স্বপ্ন সত্যি হয়েছিল এখানে। আমি কিছু একটা নিয়ে যেতে চাইছিলাম। সেই কারণেই মাটি খেয়েছি।’
এর আগে গত বছর ওয়ানডে বিশ্বকাপ জয়ের খুব কাছে ছিল ভারত। টানা ১০ ম্যাচ অপরাজিত থাকার পর ফাইনালে উঠেছিল তারা। কিন্তু শিরোপার মঞ্চে অস্ট্রেলিয়ার কাছে হেরে স্বপ্ন ভেঙে যায়। দলকে এক যুগ পর ওয়ানডে বিশ্বকাপের ট্রফি জেতানো থেকে বঞ্চিত হন রোহিত। এরপরের সময়টা তার কেটেছে মনের সঙ্গে যুদ্ধ করে। বিশেষ করে আইপিএলে মুম্বাই ইন্ডিয়ান্সের নেতৃত্বও হারিয়েছিলেন।