ঢাকা | বঙ্গাব্দ

কোয়ার্টার ফাইনালে খেলতে পারবেন না ভিনিসিয়ুস

টানা দুই ম্যাচ হলুদ কার্ড হজম করে কোয়ার্টার ফাইনাল থেকে ছিটকে গেলেন ভিনিসিয়ুস জুনিয়র।
  • | ০৩ জুলাই, ২০২৪
কোয়ার্টার ফাইনালে খেলতে পারবেন না ভিনিসিয়ুস ভিনিসিয়ুস জুনিয়র

তিন ম্যাচে দুই ড্র নিয়ে অনেকটা খুঁড়িয়ে খুঁড়িয়ে কোপা আমেরিকার শেষ আট নিশ্চিত করল ব্রাজিল। 'ডি’ গ্রুপে নিজেদের শেষ ম্যাচে কলম্বিয়ার সঙ্গে ১-১ গোলে ড্র করেছে। পয়েন্ট ভাগাভাগি করে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে ব্রাজিল। 


তবে কলম্বিয়ার বিপক্ষে ম্যাচে ৪ তারকার নিষেধাজ্ঞার ঝুঁকি নিয়ে মাঠে নেমেছিল সেলেসাওরা। এই তালিকায় ছিলেন দলের সেরা তারকা ভিনিসিয়ুস জুনিয়রের নামও।


যা নিয়ে নিয়ে শঙ্কা ছিল, ম্যাচের শুরুর ৭ মিনিটেই সেটি সত্যি হয়। আর এতে বড় দুঃসংবাদ পেয়েছেন ভিনি। টানা দুই ম্যাচ হলুদ কার্ড হজম করে কোয়ার্টার ফাইনাল থেকে ছিটকে গেলেন রিয়াল মাদ্রিদের এই তারকা।


ছিটকে যাওয়ার কারণে কোপার নকআউট পর্বের গুরুত্বপূর্ণ ম্যাচে তাই ভিনিকে ছাড়াই পরিকল্পনা সাজাতে হবে কোচ ডরিভাল জুনিয়রকে। 


আগের ম্যাচে প্যারাগুয়ের বিপক্ষে ম্যাচে ৮৩তম মিনিটে হলুদকার্ড দেখেছিলেন ভিনি। প্যারাগুয়ের বিপক্ষে সেই ম্যাচে শুধু ভিনিই না, কার্ড দেখেছেন এদের মিলিতাও, ভেন্ডেল ও লুকাস পাকেতার মতো তারকারা।