উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাড়ালো ২ জন।
শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কার্যালয়ের অতিরিক্ত কমিশনার মোহাম্মদ সামছু-দৌজা নয়ন জানান, আজ বুধবার ভোরে উখিয়া উপজেলার বালুখালী ১১ ও ৮ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধসের এই ঘটনা ঘটে।
নিহতরা হলেন, ১১ নম্বর ক্যাম্পের এফ/১ ব্লকের দিল মোহাম্মদের ছেলে মো. আনোয়ার হোসেন (২১) এবং আরেকজন হলেন ৮ নম্বর ক্যাম্পের ৪১ ব্লকের মো আলমের ছেলে সিফাত (১৩)।
সামছু-দৌজা নয়ন জানান, গত মঙ্গলবার (২ জুলাই) দিনভর থেমে থেমে মাঝারি ও ভারি বৃষ্টিপাত অব্যাহত ছিল। মধ্যরাতের পর তা ভারি বর্ষণে রূপধারণ করে। এই অবস্থায় ভোর রাত ৪টার দিকে উখিয়ার বালুখালী ১১ ও ৮ নম্বর ক্যাম্পে আকস্মিক পাহাড় ধসের ঘটনা ঘটে। তখন বসতঘরের উপর পাহাড়ধসে মাটিচাপায় ২ জন রোহিঙ্গা নিহত হন।
রোহিঙ্গা ক্যাম্পে বিভিন্ন ব্লকে বৃষ্টির পানিতে শতাধিক শেল্টার ক্ষতিগ্রস্ত ও জলাবদ্ধতার সৃষ্টি হয়। তবে এতে হতাহতের ঘটনা ঘটেনি।