ঢাকা | বঙ্গাব্দ

রাঙ্গামাটিতে স্বস্তির বৃষ্টি, বজ্রপাতে নিহত ৩

  • | ০২ মে, ২০২৪
রাঙ্গামাটিতে স্বস্তির বৃষ্টি, বজ্রপাতে নিহত ৩ বৃষ্টিস্নাত রাঙ্গামাটি

তীব্র দাবদাহের অবসান ঘটিয়ে দীর্ঘ প্রতিক্ষার পর পার্বত্য জেলা রাঙ্গামাটিতে বৃষ্টি নামলেও এ সময় বজ্রপাতে তিনজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২ মে) রাঙ্গামাটি শহরের সিলেটি পাড়া ও বাঘাইছড়িতে তিনজন নিহত হন। এ সময় বজ্রপাতে সাতজন আহত হয়েছেন।

নিহতরা হলেন- রাঙ্গামাটি শহরের সিলেটি পাড়ার বাসিন্দা নজির (৫০) এবং বাঘাইছড়ি উপজেলাধীন রূপকারী ইউনিয়নের মুসলিম ব্লকের বাসিন্দা বাহারজান বেগম (৫৫) ও সাজেকের লংথিয়ান পাড়ার তনিবালা ত্রিপুরা (৩৭)।

রূপকারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জ্যাসমিন চাকমা জানান, ইউনিয়নের ৭নং ওয়ার্ডের মুসলিম ব্লক গ্রামের লাল মিয়ার স্ত্রী বাহারজান বেগম গরু আনতে গিয়ে বজ্রপাতে নিহত হন।

বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা শিরীন আক্তার দুই নারী নিহত ও সাত জন আহতের বিষয়টি নিশ্চিত করেছেন।

অন্যদিকে রাঙ্গামাটি জেনারেল হাসপাতালের আবাসিক প্রধান ডা. শওকত আকবর জানান, সকালে শহরের সিলেটি পাড়া থেকে একজনকে হাসপাতালে আনা হয়। তিনি বজ্রপাতে নিহত হয়েছেন।