অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলের ভয়াবহ বর্বরতার প্রতিবাদে দেশটির একটি বিমানকে জ্বালানি তেল দিতে অস্বীকৃতি জানিয়েছেন তুর্কি শ্রমিকরা।
ইসরাইলি বিমান পরিবহণ সংস্থা এল অ্যাল এক প্রতিবেদনে জানিয়েছে, সংস্থাটির একটি যাত্রীবাহী বিমান পোল্যান্ডের রাজধানী ওয়ারশো থেকে তেলআবিবে ফিরে আসার সময় যান্ত্রিক ত্রুটির কারণে তুরস্কের একটি বিমানবন্দরে জরুরি অবতরণ করতে বাধ্য হয়। ত্রুটি সারানোর পর বিমানটি জ্বালানি তেল সংগ্রহ করতে চাইলে ইসরায়েলি ওই বিমানটির কর্মীদের জানানো হয়, তেল দেয়া যাবে না। খবর টাইমস অব ইসরায়েলের।
ইসরায়েলি বিমানটি তুরস্কের আন্তালিয়া বিমানবন্দরে জরুরি অবতরণ করে এবং এক পর্যায়ে জ্বালানি তেল নেয়ার আবেদন জানায়। কিন্তু বিমানবন্দরের শ্রমিকরা ইসরায়েলি বিমানটিকে জ্বালানি তেল সরবরাহ করতে অস্বীকৃতি জানান।
বিমান পরিবহণ সংস্থা এল অ্যাল জানিয়েছে, তুর্কি শ্রমিকদের এই অস্বীকৃতির কারণে বিমানটি জ্বালানি তেল না নিয়েই আকাশে উড়তে বাধ্য হয় এবং জ্বালানী গ্রহণ করার জন্য গ্রিসে অবতরণ করে। সেখান থেকে তেল নিয়ে বিমানটি আবার তেলআবিবের উদ্দেশ্যে উড্ডয়ন করে।
গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর জাতিগত শুদ্ধি অভিযান চলতে থাকায় মুসলিম দেশগুলোতে তেলআবিবের বিরুদ্ধে ঘৃণা ও ক্ষোভ চরমে পৌঁছেছে। মুসলিম বিশ্বের সাধারণ মানুষ তাদের সরকারগুলোর পক্ষ থেকে ইসরায়েলের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের পক্ষপাতী।