ইসরায়েলের একের পর এক শহরে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে যাচ্ছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। হুথি পরিচালিত ইয়েমেনের আল-মাসিরা টিভির বরাত দিয়ে রাশিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম তাস এ খবর প্রকাশ করেছে। খবরে বলা হয়েছে, হুথিরা ইরাকের ইসলামি প্রতিরোধ যোদ্ধাদের সঙ্গে যৌথভাবে ইসরায়েলের বন্দর নগরী হাইফাতে হামলা চালায়।
আল-মাসিরা টিভিকে হুথির সামরিক শাখার মুখপাত্র ইয়াহিয়া সারিয়া বলেন, ইরাকের ইসলামি প্রতিরোধ যোদ্ধা নামে পরিচিত শিয়া সশস্ত্র গোষ্ঠীও ইসরায়েলের শহরটিতে ক্রুজ ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালায়। হুথির সঙ্গে যৌথভাবে ৬ জুন থেকে ইসরায়েলের বিভিন্ন অবস্থানে হামলা চালিয়ে আসছে ইরাকের প্রতিরোধ যোদ্ধারা।
হাইফা বন্দরে সমরাস্ত্র বোঝাই একটি জাহাজ লক্ষ্য করে মঙ্গলবার ওই যৌথ হামলা চালিয়েছে হুথি ও ইরাকের প্রতিরোধ যোদ্ধারা। ফিলিস্তিনে হামলা বন্ধ না করলে ইসরায়েলি জাহাজ এবং ইসরায়েলগামী সব ধরণের জাহাজে হামলা চালবে বলে ঘোষণা দিয়েছে হুথি যোদ্ধারা।