ঢাকা | বঙ্গাব্দ

রাশিয়ার জনপ্রিয়তা বাড়ছে যুক্তরাষ্ট্রে!

অস্ট্রেলিয়া, ফ্রান্স, জার্মানি, নেদারল্যান্ডস, স্পেন, দক্ষিণ আফ্রিকা, দক্ষিণ কোরিয়া, সুইডেন ও মার্কিন যুক্তরাষ্ট্রেও জেলেনস্কির প্রতি আস্থা উল্লেখযোগ্যভাবে কমেছে।
  • | ০৩ জুলাই, ২০২৪
রাশিয়ার জনপ্রিয়তা বাড়ছে যুক্তরাষ্ট্রে! রাশিয়া ও পুতিনের প্রতি মার্কিনিদের দৃষ্টিভঙ্গি ইতিবাচক

যুক্তরাষ্ট্রে রাশিয়ার জনপ্রিয়তা কিছুটা বেড়েছে। সম্প্রতি ন্যাটোভুক্ত দেশগুলোতে পিউ রিসার্চ সেন্টার পরিচালিত এক জরিপে এমন চিত্র উঠে এসেছে। মঙ্গলবার এ জরিপের ফল প্রকাশ করা হয়। এই জরিপে রাশিয়া ছাড়াও ন্যাটো জোট, মস্কো এবং ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির ব্যাপারে মানুষের ধারণা ও দৃষ্টিভঙ্গি জানার চেষ্টা করা হয়। চলতি বছরের ১-৬ এপ্রিল ৩ হাজার ৬০০ প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিকের মধ্যে এ জরিপ চালানো হয়।

পিউ রিসার্চ সেন্টারের জরিপের ফলাফলে দেখা গেছে, ২০২৪ সালে রাশিয়ার প্রতি ‘অনুকূল’ দৃষ্টিভঙ্গি রয়েছে এমন মার্কিনির হার ১১ শতাংশ, যা গত বছর ছিল ৭ শতাংশ। অবশ্য রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনে আগ্রাসন শুরু করার দুই বছর আগে ২০২০ সালে রাশিয়ার প্রতি ১৫ শতাংশ মার্কিনির দৃষ্টিভঙ্গি ইতিবাচক ছিল।

শুধু যুক্তরাষ্ট্রই নয়, ন্যাটোভুক্ত অন্য দেশগুলোতেও রাশিয়ার প্রতি সাধারণ মানুষের সমর্থন বেড়েছে। ১৩ শতাংশ কানাডীয় রাশিয়ার প্রতি অনুকূল দৃষ্টিভঙ্গি পোষণ করে, যা ২০২৩ সালের চেয়ে ১ শতাংশ বেশি। ফ্রান্সে রাশিয়ার প্রতি অনুকূল মনোভাব ৩ শতাংশ বেড়ে ১৭ শতাংশে দাঁড়িয়েছে। জার্মানিতে ৫ শতাংশ বেড়ে ১৫ শতাংশ হয়েছে। যুক্তরাজ্যে ১৩ শতাংশ উত্তরদাতা রাশিয়ার প্রতি অনুকূল দৃষ্টিভঙ্গি পোষণ করেন। এটি গত বছরের চেয়ে ৪ শতাংশ বেশি।

পিউ রিসার্চ সেন্টারের জরিপে দেখা গেছে, গড়ে ৪৬ শতাংশ উত্তরদাতা বলেছেন, তারা যুদ্ধে সঠিক সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির ওপর আস্থা রাখেন না। অন্যদিকে ৪০ শতাংশের আস্থা এখনও আছে। পিউ বলছে, ১১টি দেশে জেলেনস্কির প্রতি আস্থা উল্লেখযোগ্যভাবে কমেছে। প্রতিবেশী পোল্যান্ডে কমেছে সবচেয়ে বেশি। এ দেশে জেলেনস্কির প্রতি আস্থা ৭০ শতাংশ থেকে ৪৮ শতাংশে নেমেছে।

এছাড়া অস্ট্রেলিয়া, ফ্রান্স, জার্মানি, নেদারল্যান্ডস, স্পেন, দক্ষিণ আফ্রিকা, দক্ষিণ কোরিয়া, সুইডেন ও মার্কিন যুক্তরাষ্ট্রেও জেলেনস্কির প্রতি আস্থা উল্লেখযোগ্যভাবে কমেছে।

তবে জরিপে একটা বিষয় স্পষ্ট, বিশ্বে রাশিয়া এবং পুতিন সম্পর্কে দৃষ্টিভঙ্গি অনেকাংশে নেতিবাচক। তিন ডজন দেশে সমীক্ষায় দেখা গেছে, ৬৫ শতাংশ উত্তরদাতারা রাশিয়ার প্রতি প্রতিকূল দৃষ্টিভঙ্গি পোষণ করেন। যেখানে ৭৩ শতাংশ মানুষের পুতিনের প্রতি আস্থার অভাব রয়েছে। বিশেষ করে আন্তর্জাতিক ইস্যুতে পুতিনের অবস্থান মানুষ পছন্দ করছেন না।