২০১১ সালের ওয়ানডে বিশ্বকাপের পর ভারত কোনো বিশ্বকাপ নিজেদের ঘরে নিতে পারেনি। তারা বারবার ফাইনালে উঠেও কাঙ্ক্ষিত ট্রফির দেখা পাচ্ছিলেননা রোহিত-বিরাট কোহলিরা। অপেক্ষার দীর্ঘ সময় পর ভারতের ঘুচেছে সেই ট্রফির আক্ষেপ। টান টান উত্তেজনা পূর্ণ ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা ঘরে তুলেছে রোহিতরা।
বারবার হৃদয়ভঙ্গের বিশ্বকাপ শিরোপা জিতেছিল ভারত। আর তাই এই ট্রফি তাদের জন্য বিশেষ গুরুত্ব বহন করছে। তাই বিশ্বচ্যাম্পিয়নদের বরণ করে নিতেও বিশেষ আয়োজন রেখেছে বিসিসিআই। রোহিত-কোহলিদের বরণ করে নিতে আয়োজনের কোনো কমতি রাখছে না বিশ্বের সবচেয়ে ধনী এই ক্রিকেট বোর্ডটি।
ভারতের বিশ্বকাপ ফাইনাল জয়ের ৪ দিন পেরিয়ে গেছে। ভারতীয় ক্রিকেটাররা এখনও ট্রফি নিয়ে দেশে ফিরতে পারেননি । হারিকেন ‘বেরিলে’র কবলে পড়ে ক্যারিবীয় দ্বীপ বার্বাডোজেই আটকে গিয়েছিল পুরো ভারত দল। তবে তারা দেরিতে হলেও দেশে ফিরতে যাচ্ছে। আগামীকাল বৃহস্পতিবার (৪ জুলাই) বিশ্বকাপজয়ী দল ভারতে অবতরণ করবে বলে জানা গেছে।
বিশ্বকাপজয়ী দলকে নিয়ে ভারতে 'ভিক্টরি প্যারেড’ হওয়ার কথা রয়েছে। নিজ টুইটারে এই ঘোষণা দিয়েছেন ভারতের অধিনায়ক রোহিত শর্মা।
প্যারেডে সমর্থকদের উপস্থিত থাকার আমন্ত্রণ জানিয়ে রহিত লিখেছেন,
‘আপনাদের সবাইকে সঙ্গে নিয়ে আমরা বিশেষ মুহূর্তটা (বিশ্বকাপ জয়) উদযাপন করতে চাই। ৪ জুলাই বিকেল পাঁচটা থেকে মেরিন ড্রাইভ এবং ওয়াংখেড়েতে ভিক্টরি প্যারেড করে এই জয়টা উদযাপন করতে চাই। ইটস কামিং হোম।’
ভারত ২০০৭ সালে সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছিল । সেবারও ট্রফি নিয়ে প্যারেড করেছিল বিশ্বকাপ জয়ি দলটি। সেই স্মৃতি মনে করিয়ে দিয়ে টুইটারে এক বার্তা দিয়েছেন ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সচিব জয় শাহ।
২০০৭ সালের প্যারেডের ছবি যোগ করে তিনি লিখেছেন,
‘ভারতীয় দলের বিশ্বকাপ জয়ের মতো অর্জনকে সম্মান জানাতে ভিক্টরি প্যারেডে যোগ দিন। মেরিন ড্রাইভ এবং ওয়াংখেড়ে স্টেডিয়ামে ৪ জুলাই বিকেল ৫টায় এই উদযাপন হবে, তারিখটি স্মরণে রাখুন।’