ভিকি জাহেদ পরিচালিত সদ্য মুক্তি পাওয়া ‘হাজত’ দর্শকমহলে প্রশংসা কুড়ালেও গল্পের শেষে এসে নতুন একটি চরিত্রের জন্ম হয়, যার নাম রাফসান হক। আর তাতেই দর্শকরা চরিত্রটিকে ‘পুনর্জন্ম’ ফ্র্যাঞ্চাইজির রাফসান হকের সঙ্গে মেলাচ্ছেন।
কেউ কেউ বলছেন, ভিকি জাহেদ আগেই রাফসান হকের স্পিন অফ নির্মাণের ঘোষণা দিয়েছেন। সেজন্যই তিনি এই নাটকের মাধ্যমে সেই চরিত্রটির পেছনের গল্প দেখানোর চেষ্টা করেছেন। তার মানে এটা ইউনিভার্স হতে যাচ্ছে!
এই প্রসঙ্গে ভিকি জাহেদ বলেন, ‘হাজত’ নাটকটা দর্শক পছন্দ করেছেন কিন্তু শেষ দৃশ্য নিয়ে অনেক প্রশ্ন উঠছে, দেখলাম। সবাই সেটাকে ‘পুনর্জন্ম’ ফ্র্যাঞ্চাইজির সঙ্গে মেলাচ্ছেন। এটা ভালো লাগছে। এমনটাই চেয়েছিলাম।
পরিচালক আরও বলেন, ‘রাফসান হক’ এর স্পিন অফ নির্মাণের ঘোষণা তো দিয়েইছিলাম। স্পিন অফ যখন নির্মাণ করব তখন সেই চরিত্রটার তো একটা ব্যাক স্টোরি লাগবেই। রাফসান হক কে, কে তার বাবা বা কী তার পরিচয়! বলতে পারেন, সেটার জন্যই ‘হাজত’।
তাহলে কবে আসছে ‘রাফসান হক’ এর স্পিন অফ, এমন প্রশ্নে ভিকি জাহেদ বলেন, ‘দর্শকরা সেটার জন্য মুখিয়ে রয়েছেন। পুনর্জন্মকে দর্শক যেভাবে গ্রহণ করেছেন সেটার তো একটা চাপ রয়েছেই। স্পিন অফটা অবশ্যই গ্র্যান্ডভাবে করার পরিকল্পনা আছে। অনেকগুলো চরিত্র আসবে এখানে। প্রস্তুতি চলছে। এখন গল্পের কাজ চলছে। এই বছর আসবে না এটুক বলতে পারি। একটু সময় লাগবে।’
এর আগে তিনি বলেছিলেন,‘পুনর্জন্মের গল্প অন্তিম পর্বেই শেষ। গল্পের রাফসান হক চরিত্রটি এত জনপ্রিয়তা পেয়েছে যে তার একটা আলাদা ফ্যানবেজ তৈরি হয়েছে। তাদের অনেকেই চান নি যে রাফসান হকের কিছু হোক, যেমনটা ‘কোথাও কেউ নেই’ এর বাকের ভাই চরিত্রটির ক্ষেত্রে হয়েছিল। অন্তিম পর্বে দর্শকের মনে যেসব প্রশ্ন জন্মেছে সেসব কিছুর উত্তর পাবে স্পিন অফ সিরিজে।’
এবার ঈদে মুক্তি পেয়েছে ভিকি জাহেদ পরিচালিত দুই নাটক ‘তিথিডোর’ ও ‘হাজত’। মুক্তির অপেক্ষায় রয়েছে শর্টফিল্ম ‘একটি খোলা জানালা’। নির্মাতার ব্যস্ততা প্রসঙ্গে জানান, ‘একটি খোলা জানালা’ শিগগিরই মুক্তি পাবে আর তিনি এখন প্রস্তুতি নিচ্ছেন ওয়েব সিরিজ ‘মিথ্যাবাদী’ নিয়ে শুটিংয়ে নামার।