ঢাকা | বঙ্গাব্দ

ব্রিটেনে লাল ঝড়! ভোটগণনায় বহু এগিয়ে লেবার পার্টি

প্রধানমন্ত্রী ঋষি সুনাকের নেতৃত্বাধীন কনজারভেটিভ পার্টির (টোরি) দ্বিগুণ ভোট এবং তিন গুণ আসন নিয়ে ক্ষমতা দখল করতে চলেছে কিয়ার স্টার্মারের নেতৃত্বাধীন লেবার পার্টি।
  • | ০৫ জুলাই, ২০২৪
ব্রিটেনে লাল ঝড়! ভোটগণনায় বহু এগিয়ে লেবার পার্টি ঋষি সুনাক-কিয়ার স্টার্মার

১৪ বছর পরে ক্ষমতার পালাবদলের বার্তা নিয়ে বৃহস্পতিবার ভোটগ্রহণ শেষ হয়েছে ব্রিটেনে। ব্রিটিশ পার্লামেন্টের নিম্নকক্ষ ‘হাউস অফ কমন্স’-এ মোট আসন ৬৫০। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা ‘জাদু সংখ্যা’ ৩২৬। প্রতিঘন্টায় অল্প অল্প করে পাওয়া খবরে মোটামুটি নিশ্চিত, প্রধানমন্ত্রী ঋষি সুনাকের নেতৃত্বাধীন কনজারভেটিভ পার্টির (টোরি) দ্বিগুণ ভোট এবং তিন গুণ আসন নিয়ে ক্ষমতা দখল করতে চলেছে কিয়ার স্টার্মারের নেতৃত্বাধীন লেবার পার্টি।

‘ভাবী’ প্রধানমন্ত্রী স্টার্মারের বার্তা

জনমত সমীক্ষাতেই ইঙ্গিত ছিল যে, বিপুল আসনে জিতে ব্রিটেনে ক্ষমতায় আসতে চলেছে লেবার পার্টি। সমীক্ষার ফল প্রকাশ্যে আসার পর দলের প্রধান স্টার্মার বলেন, “ভোটারেরা পরিবর্তনের জন্য প্রস্তুত।” লন্ডনের হলবর্ন অ্যান্ড সেন্ট প্যানক্রাস আসন থেকে ১৮ হাজারেরও বেশি ভোটে জয়ী হয়েছেন স্টার্মার। নিজের জয় নিশ্চিত হতেই ভোটারদের ধন্যবাদ জানিয়ে স্টার্মার বলেন, “সব কিছুই আপনারা শুরু করেছেন। আপনারাই ভোট দিয়েছেন। এ বার আমাদের ফিরিয়ে দেওয়ার পালা।”

অনেক পিছিয়ে সুনাকের দল


বাংলাদেশ সময় সকাল ১০টা পর্যন্ত পাওয়া পরিসংখ্যান অনুসারে ২৫২টি আসনে জয়ী বা এগিয়ে লেবার পার্টি। মাত্র ৪৪টি আসনে কনজারভেটিভ পার্টি। লিবেরাল ডেমোক্র্যাটসরা এগিয়ে ১৪টি আসনে এগিয়ে। নতুন দল রিফর্ম ইউকে এগিয়ে দু’টি আসনে।

প্রথম জয় পেতে তিন ঘন্টা


ভোটগণনা শুরু হওয়ার প্রায় তিন ঘণ্টা পর প্রথম আসন জয়ের নিশ্চিত খবর পায় ঋষি সুনাকের দল কনজারভেটিভ। অপর দিকে, কিয়ের স্টার্মারের দল লেবার পার্টি ততক্ষণে ৫০টির বেশি আসনে জয়লাভ করে ফেলেছে।

নতুন প্রধানমন্ত্রী দেখবে ল্যারি


১০, ডাউনিং স্ট্রিটে প্রধানমন্ত্রীর বাসভবনের পোষা বিড়াল ল্যারি। ‘চিফ মাউসার’ও বটে। ১৪ বছরের রাজনৈতিক অস্থিরতার মধ্যে ল্যারিই এক মাত্র অপরিবর্তিত ডাউনিং স্ট্রিটে। খুব শিগগিরই ষষ্ঠ প্রধানমন্ত্রীকে দেখতে চলছে সে।

প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভ্যুত্থান শুরু হয়ে গিয়েছে: ফারাজ


জনমত সমীক্ষা বলেছে, নাইজেল ফারাজের নেতৃত্বাধীন কট্টরপন্থী দল রিফর্ম ইউকে পাবে ১৬ শতাংশ ভোট। ভোট গ্রহণ শেষ হওয়ার পরেই দলের সমর্থকদের প্রতি বার্তা দিয়েছেন ফারাজ। একটি ভিডিয়ো বার্তায় তিনি বলেছেন, “প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভ্যুত্থান শুরু হয়ে গিয়েছে।” এখনও পর্যন্ত দুটি আসনে জয়লাভ করেছে ফারাজের দল।

এক নজরে নির্বাচন


১৯৪৫ সালের পর এই প্রথম বার জুলাই মাসে ভোট হচ্ছে ব্রিটেনে। এ বারের নির্বাচনে মোট ৪৫১৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। প্রায় ৪০ হাজার বুথে ভোটগ্রহণ হয়েছে। বিভিন্ন স্কুল এবং চার্চে বুথ গঠন করা হয়েছিল।  মোট ভোটারের সংখ্যা চার কোটি ৮২ লক্ষ ১৪ হাজার ১২৮।