পূর্ণাঙ্গ ফলপ্রকাশের আগেই পরাজয় স্বীকার করে নিলেন ব্রিটেনের বিদায়ী প্রধানমন্ত্রী ঋষি সুনক। ইতিমধ্যেই স্পষ্ট হয়ে গেছে, ৪০০-র কাছাকাছি বা তারও বেশি আসন পেয়ে ব্রিটেনে ফের ক্ষমতায় আসতে চলেছে লেবার পার্টি। শোচনীয় পরাজয় হতে চলেছে ক্ষমতাসীন দল কনজারভেটির পার্টি (টোরি)-র।
শুক্রবার সকালেই দলের সমর্থকদের উদ্দেশে সুনাক বলেন, “লেবার পার্টি সাধারণ নির্বাচনে জিতেছে। কিয়ার স্টার্মারকে ফোন করে এই জয়ের জন্য শুভেচ্ছা জানিয়েছি। আজই শান্তিপূর্ণ ভাবে ক্ষমতা হস্তান্তর হবে।” একই সঙ্গে তার সংযোজন, “আমি দুঃখিত। এই পরাজয়ের দায় স্বীকার করছি।”
তবে কনজারভেটিভ পার্টি শোচনীয় ভাবে পরাজিত হলেও নিজের রিচমন্ড অ্যান্ড নর্থঅ্যালার্টন আসনে জিতেছেন বিদায়ী প্রধানমন্ত্রী ঋষি সুনাক। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান জানিয়েছে, নিজ আসন থেকে নির্বাচিত হওয়ার পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন সুনাক। তিনি বলেন, এটি তার দলের জন্য একটি ‘কঠিন রাত’ ছিল।
ঋষি সুনাক আরও বলেন, সমর্থন দেওয়ার জন্য ভোটারদের ধন্যবাদ জানাচ্ছি। জনগণকে সেবাদান অব্যাহত রাখতে উন্মুখ। এ সময়, লেবার পার্টি জিতেছে বলে জানান ঋষি সুনাক। দলটির নেতা কিয়ার স্টার্মারকে অভিনন্দন জানাতে তিনি ফোন করেছেন বলেও জানান।