ঢাকা | বঙ্গাব্দ

রোববার ক্লাস-পরীক্ষা বর্জনসহ ‘ব্লকেড’ কর্মসূচি ঘোষণা

রাজধানীর শাহবাগ মোড় থেকে অবরোধ তুলে নিয়েছেন কোটাবিরোধী আন্দোলনকারী শিক্ষার্থীরা। তবে অবরোধ প্রত্যাহারের আগে রোববার (৭ জুলাই) বেলা ৩টা থেকে সারা দেশে ‘বাংলা ব্লকেড’ কর্মসূচি ঘোষণা করেন আন্দোলনকারীরা।
  • | ০৬ জুলাই, ২০২৪
রোববার ক্লাস-পরীক্ষা বর্জনসহ ‘ব্লকেড’ কর্মসূচি ঘোষণা শাহবাগ অবরোধ করে শিক্ষার্থীদের বিক্ষোভ

রাজধানীর শাহবাগ মোড় থেকে অবরোধ তুলে নিয়েছেন কোটাবিরোধী আন্দোলনকারী শিক্ষার্থীরা। এক ঘণ্টার মতো অবরোধ শেষে বিকেল সাড়ে ৫টার দিকে শিক্ষার্থীরা সেখান থেকে চলে যান। ফলে শাহবাগ মোড় দিয়ে ফের যান চলাচল শুরু হয়। তবে অবরোধ প্রত্যাহারের আগে রোববার (৭ জুলাই) বেলা ৩টা থেকে সারা দেশে ‘বাংলা ব্লকেড’ কর্মসূচি ঘোষণা করেন আন্দোলনকারীরা।



বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম বলেন, ‘আমাদের দাবি নিয়ে আন্দোলন চলছে। আন্দোলনের অংশ হিসেবে আগামীকাল রোববার শাহবাগ, নীলক্ষেত, সায়েন্সল্যাবসহ সারা দেশে সকল কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বাংলা ব্লকেড করবে। পাশাপাশি আগামীকাল থেকে দাবি আদায় না হওয়া পর্যন্ত শিক্ষার্থীরা কোনো ধরনের ক্লাস-পরীক্ষায় অংশগ্রহণ করবে না।’ 



এর আগে শনিবার (৬ জুলাই) বেলা সাড়ে ৩টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কেন্দ্রীয় গ্রন্থগারের সামনে থেকে মিছিল নিয়ে হাজী মুহম্মদ মুহসিন হল, ভিসি চত্বর, টিএসসি, জগন্নাথ হলের মোড় হয়ে বকশিবাজার, বুয়েট, পলাশী, আজিমপুর, ইডেন কলেজ, হোম ইকোনমিকসের, নীলক্ষেত মোড়  এবং রাজু ভাস্কর্য হয়ে সাড়ে ৪টার সময়ে শাহবাগে মোড় অবস্থান নেন শিক্ষার্থীরা। 


এর আগে ঢাবির বিভিন্ন হল থেকে মিছিল নিয়ে কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে জড়ো হন শিক্ষাথীরা। এক ঘণ্টা শাহবাগ মোড়ে অবস্থান নিয়ে বিকেল সাড়ে ৫টার সময়ে কর্মসূচি ঘোষণা করেন আন্দোলনকারীরা।