রেকর্ড ভেঙেছে চলতি বছরের জুন মাস। ইতিহাসের সবচেয়ে উষ্ণতম জুন দেখেছে বিশ্ব। ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) কোপারনিকাস ক্লাইমেট চেঞ্জ সার্ভিস (সিথ্রিএস) সোমবার (৮ জুন) এ তথ্য জানিয়েছে। অন্যদিকে অস্বাভাবিক মাত্রায় তাপমাত্রা বৃদ্ধির ফলে ২০২৪ বিশ্বের সবচেয়ে উষ্ণতম বছর হতে যাচ্ছে বলে ধারণা করছেন কিছু বিজ্ঞানী।
মাসিক বুলেটিনে কোপারনিকাস ক্লাইমেট চেঞ্জ সার্ভিস (সিথ্রিএস) জানায়, গত বছরের (২০২৩) জুন থেকে এ পর্যন্ত টানা ১৩ মাসের প্রতি মাসেই তাপমাত্রা আগের রেকর্ড ভেঙেছে।
তাপমাত্রার এই রেকর্ড নিয়ে বার্কলে আর্থের গবেষক বিজ্ঞানী জেক হাসফেদার বলেন, তাপমাত্রা রেকর্ড করা শুরু হয় উনবিংশ শতাব্দীর মধ্যভাগে। এরপর থেকে পৃথিবীর সবচেয়ে উষ্ণতম বছর ছিল ২০২৩। কিন্তু এ বছরের গরম দেখে মনে হচ্ছে, উষ্ণতম বছর হওয়ার দিক থেকে ২০২৩ সালকেও ছাড়িয়ে যেতে পারে ২০২৪, এমন আশঙ্কা প্রায় ৯৫ শতাংশ।
অস্বাভাবিক মাত্রায় তাপমাত্রা বৃদ্ধি এরই মধ্যে এ বছর বিপর্যয়কর পরিণতি ঢেকে এনেছে। জুন মাসে পবিত্র হজ পালনের সময় ভয়াবহ গরমে এক হাজারের বেশি মানুষের মৃত্যু হয়। ভারতের রাজধানী নয়াদিল্লিতে দীর্ঘ সময় ধরে নজিরবিহীন তাপপ্রবাহ চলে এবং এ কারণে সেখানে অনেক মানুষের মৃত্যু হয়েছে। গ্রিসেও এ বছর নজিরবিহীন তাপমাত্রা দেখা গেছে।