উরুগুয়েতে বৃদ্ধদের একটি নার্সিং হোমে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ১০ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে আটজনই নারী ও বাকি দুইজন পুরুষ। রোববারের (৭ জুলাই) ওই অগ্নিকাণ্ডের ঘটনায় একমাত্র তত্ত্বাবধায়কই বেঁচে ফিরেছেন। খবর এএফপির।
কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে, দক্ষিণ আমেরিকার দেশটির পূর্বাঞ্চলের ট্রেইন্টা ওয়াই ট্রেস শহরের ছয় কক্ষ বিশিষ্ট ভবনটিতে আগুন লেগে সেখানকার ১০ জন প্রবীণ বাসিন্দার মৃত্যু হয়েছে। অগ্নিনির্বাপক কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে নার্সিং হোমে প্রধান প্রবেশদ্বারটি বন্ধ দেখতে পান। ভেতরে প্রবেশ করার পরে তারা বসার ঘরে আগুন দেখতে পান এবং এ সময় পুরো নার্সিং হোমজুড়ে ধোঁয়া ছড়িয়ে পড়ে।
বিবৃতিতে আরও বলা হয়েছে, আগুন ছড়িয়ে পড়ার পর ২০ বছর বয়সী তত্ত্বাবধায়ক গ্যারেজ দিয়ে নিরাপদে বের হয়ে যেতে পেরেছেন। বাসিন্দাদের মধ্যে সাতজন ধোঁয়ায় নিঃশ্বাস আটকে ঘটনাস্থলেই মারা যান, অন্য তিনজনকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু তারা কেউই বাঁচেননি।