ঢাকা | বঙ্গাব্দ

নিলামে বিক্রি নেপোলিয়নের পিস্তল

এমন এক সময় পিস্তল দুটি নিলামে বিক্রি হলো, যখন সেগুলোকে ফ্রান্সের রাষ্ট্রীয় সম্পদ হিসেবে ঘোষণা করেছে দেশটির সংস্কৃতি মন্ত্রণালয়।
  • | ০৮ জুলাই, ২০২৪
নিলামে বিক্রি নেপোলিয়নের পিস্তল পিস্তলে খোদাই করা আছে নেপোলিয়নের ছবিও

ফ্রান্সের সম্রাট নেপোলিয়ন বোনাপার্টের মৃত্যুর দুইশ বছর পর রোববার (৭ জুন) এক নিলামে তার ব্যবহৃত দুটি পিস্তল বিক্রি হয়েছে ১ কোটি ৮০ লাখ ডলারে। বেশ নজরকাড়া পিস্তল দুটি সোনা ও রুপার কারুকাজ করা। খোদাই করা আছে নেপোলিয়নের ছবিও। পিস্তল দুটি নিলামে তোলে প্যারিসের নিলামকারী প্রতিষ্ঠান ওসেনা। খবর বিবিসির।

এমন এক সময় পিস্তল দুটি নিলামে বিক্রি হলো, যখন সেগুলোকে ফ্রান্সের রাষ্ট্রীয় সম্পদ হিসেবে ঘোষণা করেছে দেশটির সংস্কৃতি মন্ত্রণালয়। সেগুলো দেশের বাইরে নিয়ে যাওয়ার ওপরও নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। এখন ফরাসি সরকার চাইলে ৩০ মাসের মধ্যে সেগুলো নতুন মালিকের কাছ থেকে কিনে নেওয়ার প্রস্তাব দিতে পারবে।

পিস্তল দুটির নির্মাতা প্রতিষ্ঠান প্যারিসের লুইস-মারিন গোসে। নিলামে পিস্তল দুটির সঙ্গে পিস্তল রাখার বাক্স, বারুদ রাখার পাত্র ও পিস্তলে বারুদ ভরার দণ্ডও বিক্রি হয়েছে। সব মিলিয়ে দাম ১ কোটি ৬২ লাখ ডলার উঠতে পারে বলে ধারণা করা হচ্ছিল। তবে শেষ পর্যন্ত তা ১ লাখ ৮০ হাজার ডলারে বিক্রি হয়। সবকিছুসহ পিস্তলদুটো কিনে নিয়েছেন অজ্ঞাত এক ক্রেতা।

এই পিস্তল দিয়ে এক সময় নিজেকেই শেষ করে দিতে চেয়েও ব্যর্থ হন ফ্রান্সের শেষ সম্রাট। যুদ্ধে পরাজিত সম্রাট নেপোলিয়নের বাহিনী। ফলে সম্রাটকে রাজক্ষমতা ছাড়তে হবে। কিন্তু তা মেনে নিতে না পেরে ১৮১৪ সালের ১২ এপিলের রাতে এই  পিস্তল দিয়ে আত্মহত্যা করতে যান নেপোলিয়ন। কিন্তু তার বিশেষ দেহরক্ষী আরমান্ড আগেই পিস্তল থেকে বারুদ সরিয়ে রাখায় আর তা করতে পারেননি নেপোলিয়ন। পরে বিষ খেলেও সে যাত্রায় বেচে যান তিনি। পরে সেই দেহরক্ষীকেই পিস্তল জোড়া দিয়ে  নেপোলিয়ান জানান, ভবিষ্যতে যেন তার বংশধরদের হাতে তা তুলে দেওয়া হয়।

 সম্রাট নেপোলিয়নকে ১৮১৪ সালে ভূমধ্যসাগরের এলবা দ্বীপে নির্বাসনে পাঠানো হয়। এক বছর পর ১৮১৫ সালের ক্ষমতায় ফিরলেও বেশিদিন টিকতে পারেননি। ব্রিটিশদের বিরুদ্ধে ঐতিহাসিক ওয়াটারলু যুদ্ধে পরাজিত হওয়ার পর তাকে সেন্ট হেলেনা দ্বীপে নির্বাসনে পাঠানো হয়। আটলান্টিকের এই দ্বীপেই ১৮২১ সালে মৃত্যু হয় এই সম্রাটের।

সূত্র: বিবিসি