ঢাকা | বঙ্গাব্দ

নেতানিয়াহুর কাছে ‘জিম্মি’ ইসরায়েলিরা

তেলআবিবে কয়েক হাজার ইসরায়েলি রোববার (৭ জুলাই) রাতে রাস্তায় নেমে আসেন এবং নেতানিয়াহুর বিরুদ্ধে স্লোগান দিয়ে তার পদত্যাগ দাবি করেন।
  • | ০৮ জুলাই, ২০২৪
নেতানিয়াহুর কাছে ‘জিম্মি’ ইসরায়েলিরা নেতানিয়াহুর পদত্যাগের দাবিতে বিক্ষোভ

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর পদত্যাগের দাবিতে রাস্তায় নেমেছে দেশটির হাজার হাজার মানুষ। বিক্ষুদ্ধ ইসরায়েলিরা নেতানিয়াহুকে পদত্যাগ করে দ্রুত একটি সাধারণ নির্বাচন অনুষ্ঠানের দাবি জানান। খবর টাইমস অব ইসরায়েলের।

একই সঙ্গে বিক্ষোভকারীরা জিম্মিদের দ্রুত উদ্ধারের জন্য হামাসের সঙ্গে চুক্তি করারও তাগিদ দেন। তারা বলেন, গাজায় হামাসের হাতে জিম্মি আছেন ১২০ জন ইসরায়েলি, আর ইসরায়েলে আমরা সবাই জিম্মি নেতানিয়াহুর গোয়ার্তুমির কাছে।

তেলআবিবে কয়েক হাজার ইসরায়েলি রোববার (৭ জুলাই) রাতে রাস্তায় নেমে আসেন এবং নেতানিয়াহুর বিরুদ্ধে স্লোগান দিয়ে তার পদত্যাগ দাবি করেন। এ সময় তাদের সঙ্গে বিক্ষোভে যোগ দেন হামাসের হাতে জিম্মি এক ইসরায়েলি জিম্মির ছেলে এইনাভ জাংগাওকার। নিজেকে একটি খাঁচায় বন্দি করে তিনি অভিনব প্রতিবাদ জানান নেতানিয়াহুর বিরুদ্ধে।

এছাড়াও ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইয়োয়াভ গ্যালান্ড, পররাষ্ট্র মন্ত্রী আইজেক কাৎজ ও নেসেটের (ইসরায়েলের পার্লামেন্ট) স্পিকার আমির ওহানার বাড়ি অবরোধ করেও বিক্ষোভ করেন আন্দোলনকারীরা।

ইসরায়েলে রোববার (৭ জুলাই) সবচেয়ে বড় বিক্ষোভ সমাবেশটি হয় অধিকৃত জেরুজালেমে নেতানিয়াহুর বাড়ির সামনে। তেলআবিবের উত্তরাঞ্চলে একটি বিক্ষোভ সমাবেশ থেকে ৫ জনকে গ্রেফতার নিয়ে গেছে ইসরায়েলি পুলিশ।