জাতীয় নিরাপত্তা রক্ষায় পাকিস্তানের প্রধান গোয়েন্দা সংস্থা ইন্টার-সার্ভিসেস ইন্টেলিজেন্সকে (আইএসআই) মোবাইল ফোনে আড়িপাতার অনুমতি দিয়েছে দেশটির সরকার।
মঙ্গলবার (৯ জুন) পাকিস্তানের সংবাদমাধ্যম ‘ডন’ এক প্রতিবেদনে এ তথ্য জানায়। সোমবার দেশটির তথ্য মন্ত্রণালয়ের জারি করা এক প্রজ্ঞাপনে বলা হয়েছে, জাতীয় নিরাপত্তার স্বার্থে যেকোনো অপরাধ রুখতে আইএসআই কর্মকর্তাদের ফোনকল ও মেসেজ ইন্টারসেপ্ট করার অনুমোদন দেওয়া হলো।
‘ডন’ প্রতিবেদনে জানায়, পাকিস্তানের কেন্দ্রীয় মন্ত্রিসভা ১৯৯৬ সালের টেলিযোগাযোগ (সংশোধিত) আইনের ৫৪ ধারার অধীনে আইএসআই মনোনীত কর্মকর্তাদের কল ট্রেসের অনুমতি দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে। তবে গোয়েন্দা সংস্থার মনোনীত ওই কর্মকর্তা ১৮ গ্রেডের নিচে হতে পারবেন না।
পাকিস্তানের টেলিযোগাযোগ আইনের ওই ধারায় বলা হয়েছে, সরকার জাতীয় নিরাপত্তার স্বার্থে টেলিযোগাযোগ ব্যবস্থার মাধ্যমে যেকোনো ব্যক্তি বা সংস্থাকে ফোনকল ও মেসেজ ট্রেসের অনুমতি দিতে পারবে। ওই ধারায় আরও বলা হয়েছে, বিদেশি আগ্রাসন বিরুদ্ধে দেশের প্রতিরক্ষা বা সুরক্ষার জন্য যেকোনো লাইসেন্সধারীর চেয়ে টেলিযোগাযোগ ব্যবস্থায় সরকারের অগ্রাধিকার বেশি থাকবে।