প্রশ্নফাঁসকাণ্ডে হুট করেই উঠে আসে জনপ্রিয় অভিনেতা ও সংগীতশিল্পী তাহসান খানের নাম। প্রশ্নফাঁস চক্রে যিনি সবচেয়ে বেশি আলোচিত সেই সৈয়দ আবেদ আলী এক সময় ছিলেন তাহসানের মা সরকারি কর্ম কমিশনের (পিএসসি) অষ্টম চেয়ারম্যান ড. জিনাতুন নেসা তাহমিদা বেগমের গাড়িচালক। এর ফলে দুইয়ে দুইয়ে চার মেলাতে শুরু করেন অনেকে।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে যায়, তাহসান ২৪তম বিসিএসে পররাষ্ট্র ক্যাডারে প্রথম হন এবং পরবর্তীতে প্রশ্নফাঁসের অভিযোগে সেই পরীক্ষা বাতিল হলে ফের ভাইভা বোর্ডে ফেল করেন তাহসান।
তবে সম্পূর্ণ বিষয়টিকে গুজব বলে উড়িয়ে দিয়েছেন তাহসান নিজেই। তার দাবি, কখনো বিসিএস পরীক্ষায় অংশ নেননি তিনি। তাহসান বলেন, ‘পুরো বিষয়টিই ভুয়া। আমি কখনোই বিসিএস পরীক্ষায় বসিনি। সুতরাং ২৪তম বিসিএসে পররাষ্ট্র ক্যাডারে প্রথম হওয়ার তো প্রশ্ন আসে না। ’
মায়ের নাম জড়ানোতে এই তারকা বলেন, ‘এখানে একটা ভুল হচ্ছে। এই ড্রাইভার অফিসের অন্যান্য ড্রাইভারদের মতোই একজন। তিনি আমার মায়ের ড্রাইভার নন।’