ঢাকা | বঙ্গাব্দ

আগুনে পুড়ে ছাই ১৫ দোকান

লক্ষ্মীপুরের মজুচৌধুরীরহাটে ১৫টি দোকান আগুনে পুড়ে ছাই হোয়েছে। আজ বৃহস্পতিবার ভোর সোয়া ৬টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
  • | ১১ জুলাই, ২০২৪
আগুনে পুড়ে ছাই ১৫ দোকান আগুনে পুড়ে যাওয়া দোকান

লক্ষ্মীপুরের মজুচৌধুরীরহাটে ১৫টি দোকান আগুনে পুড়ে ছাই হোয়েছে। আজ বৃহস্পতিবার ভোর সোয়া ৬টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনের খবর পেয়ে জেলা ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট ঘণ্টাব্যাপী চেষ্টা চালিয়ে সকাল ৭টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।


দোকানগুলো আগুনে পুড়ে ছাই হয়ে যাওয়ার ঘটনায় ফায়ার সার্ভিসের সময়ক্ষেপণকে দায়ী করেছেন স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য আব্দুর রহমান স্বপনসহ ব্যবসায়ীরা।


স্থানীয় সূত্র থেকে জানা যায়, ফজরের নামাজের পরেই বাজারের দক্ষিণ পাশে অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে। এর পরই ফায়ার সার্ভিসকে খবর দেয়া হয়। এরমধ্যে আগুন অন্যান্য জায়গায় ছড়িয়ে পড়ে। পরে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে। এর আগেই আগুনে ১৫টি দোকান পুড়ে ছাই হয়ে যায়।


চররমনী মোহন ইউনিয়ন পরিষদের সদস্য আব্দুর রহমান স্বপন জানান, কল দেয়ার ১ঘণ্টা পর ফায়ার সার্ভিস ঘটনাস্থলে আসে। ফায়ার সার্ভিস কার্যালয় থেকে ঘটনাস্থলের দূরত্ব মাত্র ১১ কিলোমিটার। এ ছাড়া যোগাযোগ ব্যবস্থাও উন্নত। তাদের সময়ক্ষেপণের কারণেই ১৫টি দোকান আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। আরও আগে আসলে ক্ষয়ক্ষতি কম হতো।


লক্ষ্মীপুর ফায়ার সার্ভিসের সহকারী উপ-পরিচালক আব্দুল মান্নান জানান, আমরা সোয়া ৬টার দিকে কল পেয়ে দ্রুত ঘটনাস্থল পৌঁছাই। এরমধ্যেই আগুন ছড়িয়ে পড়ে। কাপড়ের দোকান বেশি হওয়ায় আগুনের লেলিহান শিখার মাত্রা বেশি ছিল। আমাদের ৩টি ইউনিট প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ণয় করা হচ্ছে।