ঢাকা | বঙ্গাব্দ

কিশোরের সঙ্গে যৌন সম্পর্ক, শিক্ষিকা গ্রেপ্তার

কিশোর বলেছে, কখনো ওই শিক্ষিকার গাড়িতে, আবার কখনো তার বাড়িতে এসব যৌন সম্পর্কের ঘটনা ঘটেছে।
  • | ০২ মে, ২০২৪
কিশোরের সঙ্গে যৌন সম্পর্ক,  শিক্ষিকা গ্রেপ্তার অভিযুক্ত শিক্ষিকা রিগ্যান গ্রে

এক কিশোরকে যৌন সম্পর্ক স্থাপনের অভিযোগে যুক্তরাষ্ট্রের আরকানসাস অঙ্গরাজ্যের এক শিক্ষিকাকে গ্রেপ্তার করা হয়েছে। এপ্রিলের শুরুর দিকে রিগ্যান গ্রে নামের ২৬ বছর বয়সী ওই শিক্ষিকাকে গ্রেপ্তার করা হয়। মার্কিন সংবাদ মাধ্যম নিউইয়র্ক পোস্ট এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

যৌন নিপীড়নের শিকার কিশোরের বয়স ১৫ বছর। রিগ্যান গ্রের সঙ্গে ওই কিশোরের প্রথম দেখা হয় ২০২০ সালে, লিটল রক ইমানুয়েল ব্যাপটিস্ট গির্জায়। শিক্ষিকা রিগ্যান গ্রে ওই গির্জায় স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করতেন।

আদালতের নথি থেকে পাওয়া তথ্যে জানা যায়, কিশোরটির মা-বাবা ছেলের মুঠোফোনে শিক্ষিকার পাঠানো বেশ কিছু আপত্তিকর মেসেজ দেখতে পান। এরপর তারা গির্জার এক জ্যেষ্ঠ যাজকের কাছে ওই নারীর বিরুদ্ধে অভিযোগ করেন। তদন্তে দেখা যায়, ওই শিক্ষিকা কিশোরের কাছে তার নগ্ন ছবি পাঠাতেন।

অভিযোগ প্রকাশ পাওয়ার পর শিক্ষিকা রিগ্যান গ্রেকে গির্জার স্বেচ্ছাসেবকের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়।

গির্জাটির এক জ্যেষ্ঠ যাজক যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত সংস্থা এফবিআইকে বলেন, ২০২৩ সালে এক কাউন্সেলিং সেশনে শিক্ষিকা রিগ্যান গ্রে স্বীকার করেছেন, ওই কিশোরের সঙ্গে তার যৌন সম্পর্ক ছিল।

ওই কিশোর বলেছে, কখনো ওই শিক্ষিকার গাড়িতে, আবার কখনো তার বাড়িতে এসব যৌন সম্পর্কের ঘটনা ঘটেছে।

এদিকে তদন্ত চললেও স্কুলে এখনো শিক্ষিকা হিসেবে বহাল আছেন রিগ্যান গ্রে। তার বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ করা হয়েছে। পরে তিনি ২০ হাজার ডলার মুচলেকা দিয়ে জামিনে মুক্ত হন।