চলতি কোপা আমেরিকার সেমিফাইনালে কানাডাকে হারানোর পর অবসরের ইঙ্গিত দিয়ে রেখেছিলেন লিওনেল মেসি। এবার তার অবসর নিয়ে বোমা ফাটালেন প্রভাবশালী আর্জেন্টাইন সাংবাদিক হোসে আর্মান্দো।
আগামী সোমবার (১৫ জুলাই) বাংলাদেশ সময় ভোরে যুক্তরাষ্ট্রের হার্ড রক স্টেডিয়ামে ফাইনালের লড়াইয়ে কলম্বিয়ার বিপক্ষে মাঠে নামবে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। হোসে আর্মান্দোর দাবি, এ ম্যাচ শেষেই জাতীয় দল থেকে অবসরের ঘোষণা দেবেন মেসি।
নিজের এক্স (সাবেক টুইটার) হ্যান্ডেলে এমন দাবি করে আর্মান্দো লেখেন, ‘আমার মনে হচ্ছে, আগামী রোববার জাতীয় দলের হয়ে মেসি তার শেষ ম্যাচ খেলবে। তবে ডি মারিয়ার ওপর থেকে আলোটা যাতে সরে না যায় তাই সে এখনো ঘোষণা দিচ্ছে না। তার (মেসি) সবশেষ বক্তব্য শুনে আমি এটাই অনুভব করছি। ’
কোপা আমেরিকার ফাইনাল ম্যাচটা আর্জেন্টিনার জার্সি গায়ে আনহেল ডি মারিয়ার শেষ ম্যাচে হতে যাচ্ছে। আর্মান্দোর ভাষ্যমতে, আগে থেকেই ঘোষণা দিয়ে দেওয়া মেসি চাচ্ছেন সবার নজরটা যাতে বন্ধু ডি মারিয়ার দিকেই থাকুক। তার বিদায়টা যেন দারুণভাবে হোক।
এর আগে, কানাডার বিপক্ষে সেমিফাইনাল শেষে মেসি বলেন, ‘আমি জানি, আমি আমার শেষের দিকের ম্যাচগুলো খেলছি এবং আমি এর যতটুক সম্ভব, উপভোগের চেষ্টা করছি। ’
এদিকে, আরও একবার ফাইনাল নিশ্চিতের পর মেসি জানিয়েছেন নিজেদের লক্ষ্যের কথা, ‘কোনো ফাইনালে যাওয়াই সহজ নয়। এই গ্রুপের এটা চতুর্থ ফাইনাল। আমরা আবারও চেষ্টা করবো, চেষ্টা করবো আবারও চ্যাম্পিয়ন হওয়ার। ’
জাতীয় দলের হয়ে অনেক বছর ব্যর্থতার বৃত্তে ঘুরপাক খাওয়ার পর শেষদিকে অনেক সাফল্য পেয়েছেন মেসি। ২০২১ সালের পর থেকে একে একে জয় করেছেন কোপা আমেরিকা, ফিনালিসসিমা এবং বিশ্বকাপ। এবারের কোপা আমেরিকা জিতলে ইতিহাসের দ্বিতীয় দল হিসেবে টানা তিন মেজর আন্তর্জাতিক শিরোপা ঘরে তুলবে আর্জেন্টিনা। এর আগে এমন অর্জন ছিল কেবল স্পেনের।