ঢাকা | বঙ্গাব্দ

ফিলিপাইনে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ১১ জন নিহত

শক্তিশালী বাসের আঘাতে ছোট ট্রাকটি একেবারেই দুমড়ে যায়। এতে ট্রাকের ১১ আরোহী নিহত হন এবং বাকি ৩ জন গুরুতর আহত হয়েছেন।
  • | ১১ জুলাই, ২০২৪
ফিলিপাইনে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ১১ জন নিহত বাসযাত্রীরা সবাই অক্ষত আছেন

ফিলিপাইনে একটি যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি ছোট ট্রাকের মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের অন্তত ১১ জন সদস্য নিহত হয়েছেন। নিহতরা সবাই ট্রাকযাত্রী। বাসের সব যাত্রীই অক্ষত আছেন বলে পুলিশ জানিয়েছে।  

ফিলিপাইনের উত্তরাঞ্চলীয় কাগায়ান প্রদেশে বৃহস্পতিবার (১১ জুলাই) ভোরে ওই দুর্ঘটনা ঘটে। খবর আরব নিউজের।

পুলিশ কর্মকর্তা অ্যান্টোনিও পালাটাও জানান, একই পরিবারের ১৪ জন সদস্য নিয়ে টয়োটা হাইলাক্স মডেলের ট্রাকটি হাইওয়ে দিয়ে যাওয়ার সময় অপর দিক থেকে আসা একটি যাত্রীবাহী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। শক্তিশালী বাসের আঘাতে ছোট ট্রাকটি একেবারেই দুমড়ে যায়। এতে ট্রাকের ১১ আরোহী নিহত হন এবং বাকি ৩ জন গুরুতর আহত হয়েছেন।

অপরদিতে, যাত্রীবাহী বাসটির চালক ও হেলপার গুরুতর আহত হলেও এর ২৩ জন যাত্রীর সবাই অক্ষত আছেন বলে জানিয়েছেন উদ্ধারকর্মীরা।