ভারতের অন্ধ্র প্রদেশে আট বছরের এক শিশু শিক্ষার্থীকে গণধর্ষণের পর তাকে হত্যা করে মরদেহ খালে ছুড়ে ফেলার অভিযোগ উঠল তিন কিশোরের বিরুদ্ধে। অভিযুক্তেরা স্কুলের ষষ্ঠ এবং সপ্তম শ্রেণিতে পড়ে বলে জানিয়েছে পুলিশ। খবর আনন্দবাজার পত্রিকার।
পুলিশ জানায়, রোববার বাড়ির কাছেই মুছুমারি পার্কে খেলতে যায় ওই শিশুটি। সন্ধ্যা হয়ে যাওয়ায় বাড়ি না ফেরায় উদ্বিগ্ন হয়ে পড়ে পরিবার। শিশুটির বাবা-মা এলাকায় খোঁজাখুঁজি করে না পেয়ে পুলিশের দ্বারস্থ হন। পরে তদন্তে নামে পুলিশ। শিশুটিকে খুঁজতে স্নিফার ডগও নিয়ে আসা হয়। কুকুরটিই পুলিশকে ওই তিন কিশোরের কাছে নিয়ে যায়।
সন্দেহ হওয়ায় তিন কিশোরকে আটক করে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। তদন্তকারী এক কর্মকর্তা জানিয়েছেন, ৩ কিশোরের মধ্যে দু’জনের বয়স ১২ এবং একজনের বয়স ১৩। তারা তিনজনই এক স্কুলে পড়ে।
পুলিশের দাবি, জিজ্ঞাসাবাদের সময় ৩ কিশোর ধর্ষণ এবং খুনের বিষয়টি স্বীকার করে। অভিযুক্তরা পুলিশকে জানিয়েছে, শিশুটিকে পার্কে একা খেলতে দেখে তার সঙ্গে ওরা আলাপ জমায়। তার পর তাকে বুঝিয়ে মুছুমারি বাঁধের কাছে একটি নির্জন জায়গায় নিয়ে যায়। সেখানেই শিশুটিকে তারা ধর্ষণ করে।
ঘটনার পর তারা ভয় পেয়ে যায়। ধরা পড়ার ভয়ে শিশুটিকে শ্বাসরোধ করে খুন করে এবং গুম করার জন্য মরদেহ খালের ছুড়ে ফেলে দেয়। পুলিশ জানিয়েছে, শিশুটির মরদেহটি এখনো পাওয়া যায়নি। তার খোঁজে তল্লাশি চলছে।