জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) সাবেক প্রধান আবু বকর আল-বাগদাদির এক স্ত্রীকে মৃত্যুদণ্ড দিয়েছেন ইরাকের একটি আদালত। ইরাকের বিচার বিভাগ বুধবার এ তথ্য জানিয়েছে। ইয়াজিদি নারীদের আটকে রাখার অভিযোগে বাগদাদির স্ত্রীর বিরুদ্ধে এই সাজা ঘোষণা করা হয়।
এরই মধ্যে তুরস্কে আটক হওয়া ওই নারীকে ইরাকে ফিরিয়ে আনা হয়েছে বলে জানা গেছে। তবে এই দণ্ড কার্যকরের জন্য ইরাকি আপিল আদালতের অনুমোদন লাগবে বলে জানিয়েছেন আদালতের এক কর্মকর্তা।
ইরাকের সুপ্রিম জুডিশিয়াল কোর্টের ওয়েবসাইটে বলা হয়েছে, আইএসের প্রয়াত নেতার এ স্ত্রী ইয়াজিদিদের আটকে রেখেছিলেন। পরে ইরাকের উত্তরাঞ্চলীয় সিনজার জেলায় আইএস যোদ্ধারা তাদের অপহরণ করেন। বাগদাদির ওই স্ত্রীর নাম আসমা মোহাম্মদ বলে জানা গেছে। প্রয়াত আইএস নেতা বাগদাদি একাধিক বিয়ে করেন।
২০১৪ সালে সিরিয়া ও ইরাকের কিছু অংশের দখল নিয়ে সেখানে খিলাফত ঘোষণা করেন আবু বকর আল-বাগদাদি। পাঁচ বছর পর ২০১৯ সালের অক্টোবরে ওয়াশিংটন ঘোষণা করে, সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলে মার্কিন সেনাদের এক অভিযানে বাগদাদি নিহত হন।
২০১৭ সালে ইরাকে যুক্তরাষ্ট্র–সমর্থিত বাহিনীর কাছে পরাজিত হয় আইএস। এর দুই বছর পর সিরিয়ায়ও তাদের পতন ঘটে। তবে আইএস সদস্যরা এখনো এ দুই দেশের বেসামরিক নাগরিক ও নিরাপত্তা বাহিনীর সদস্যদের ওপর হামলা চালায়।