ঢাকা | বঙ্গাব্দ

ভারতের বোলিং কোচ হিসেবে মরকেলকে চান গম্ভীর

সদ্যই ভারতের প্রধান কোচের দায়িত্ব নিয়েছেন গৌতম গম্ভীর। এখনও দলের সঙ্গে কাজ শুরু করেননি। তবে তার আগেই নিজের মতো করে সাজিয়ে নিতে চাচ্ছেন কোচিং প্যানেল। তারই ধারাবাহিকতায় এবার বোলিং কোচ হিসেবে দক্ষিণ আফ্রিকার সাবেক পেসার মরনে মরকেলকে চাচ্ছেন তিনি।
  • | ১৩ জুলাই, ২০২৪
ভারতের বোলিং কোচ হিসেবে মরকেলকে চান গম্ভীর গৌতম গম্ভীর ও মরনে মরকেল

সদ্যই ভারতের প্রধান কোচের দায়িত্ব নিয়েছেন গৌতম গম্ভীর। এখনও দলের সঙ্গে কাজ শুরু করেননি। তবে তার আগেই নিজের মতো করে সাজিয়ে নিতে চাচ্ছেন কোচিং প্যানেল। তারই ধারাবাহিকতায় এবার বোলিং কোচ হিসেবে দক্ষিণ আফ্রিকার সাবেক পেসার মরনে মরকেলকে চাচ্ছেন তিনি। তবে এ বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি বিসিসিআই। এমন খবর জানিয়েছে ক্রিকেটবিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজ।


ক্রিকবাজ জানিয়েছে, দক্ষিণ আফ্রিকার সাবেক এই পেসারকে বোলিং কোচ হিসেবে নিয়োগ দিতে বিসিসিআইকে অনুরোধ করেছেন গম্ভীর। এরইমধ্যে বিসিসিআইয়ের সঙ্গে মরকেলের প্রাথমিক আলাপও হয়েছে। তবে ক্রিকবাজ আরও জানিয়েছে, এ বিষয়ে এখনও চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নেয়নি বিসিসিআই।


সবশেষ ওয়ানডে বিশ্বকাপে পাকিস্তানের বোলিং কোচের দায়িত্বে ছিলেন মরনে মরকেল। তবে বিশ্বকাপ ব্যর্থতার দায়ে চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগেই দায়িত্ব ছাড়েন মরকেল। দক্ষিণ আফ্রিকার সাবেক পেসারকে এখন ভারতীয় দলের বোলিং কোচ হিসেবে চাচ্ছেন দলটির নবাগত কোচ গৌতম গম্ভীর।


দক্ষিণ আফ্রিকার হয়ে ৮৬টি টেস্ট, ১১৭টি ওয়ানডে ও ৪৪টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন মরকেল। তবে শোনা যাচ্ছে, গম্ভীরের সঙ্গে মরকেলের কাজের সম্পর্কটাও নাকি বেশ ভাল। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে লক্ষ্ণৌ সুপার জায়ান্টের হয়ে কাজও করেছেন এই দুজন।


সর্বশেষ আইপিএল মৌসুমে কলকাতা নাইট রাইডার্সে মেন্টর হিসেবে কাজ করেছেন গম্ভীর। তার আগে লক্ষ্ণৌ সুপার জায়ান্টের মেন্টর হিসেবেও কাজ করেছেন ভারতের বর্তমান এই কোচ। তখন লক্ষ্ণৌ সুপার জায়ান্টের বোলিং কোচ ছিলেন মরনে মরকেল। গম্ভীর দায়িত্ব ছাড়লেও লক্ষ্ণৌর নতুন কোচ জাস্টিন ল্যাঙ্গারের অধীনেও বোলিং কোচ হিসেবে কাজ করেছেন দক্ষিণ আফ্রিকার সাবেক এই পেসার।

 

ভারতের বোলিং কোচ হিসেবে নাম শোনা যাচ্ছে আরও কয়েক জনের। তাদের মধ্যে আছেন ভারতের সাবেক পেসার লক্ষ্মীপতি বালাজি ও বিনয় কুমার। এছাড়া তালিকায় আছেন ভারতের আরেক সাবেক পেসার জহির খান। তবে এখনও কোনো কিছু চূড়ান্ত হয়নি বলে জানা গেছে।