ঢাকা | বঙ্গাব্দ

তৃতীয়বার করোনায় আক্রান্ত হলেন অক্ষয়

ফের করোনায় আক্রান্ত হয়েছেন বলিউড অভিনেতা অক্ষয় কুমার। এই নিয়ে তৃতীয়বার করোনায় আক্রান্ত হলেন এই অভিনেতা।
  • | ১৩ জুলাই, ২০২৪
তৃতীয়বার করোনায় আক্রান্ত হলেন অক্ষয় অক্ষয় কুমার

ফের করোনায় আক্রান্ত হয়েছেন বলিউড অভিনেতা অক্ষয় কুমার। এই নিয়ে তৃতীয়বার করোনায় আক্রান্ত হলেন এই অভিনেতা। শুক্রবার (১২ জুলাই) অক্ষয়ের কোভিড-১৯ পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে। এরপর থেকেই আলাদা থাকতে শুরু করেছেন তিনি।


ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, অক্ষয় ছাড়াও ‘সারফিরা’ সিনেমার প্রচার টিমের অনেকেই করোনায় আক্রান্ত।


এর আগে ২০২১ সালের এপ্রিলে প্রথম করোনা হয়েছিল অক্ষয়ের। ২০২২ এর মে তে দ্বিতীয়বার আক্রান্ত হোন অভিনেতা। সে বার করোনার কারণে কান চলচ্চিত্র উৎসবেও যোগ দিতে পারেননি অক্ষয়।


শুক্রবার অনন্ত আম্বানি-রাধিকা মার্চেন্টের বিয়েতে প্রায় সারা বলিউড উপস্থিত থাকলেও, যোগ দিতে পারেননি অক্ষয়। আর তখনই জানা যায়, করোনায় আক্রান্ত হওয়ায় আসেননি তিনি।


উল্লেখ্য, শুক্রবার মুক্তি পেয়েছে অক্ষয়ের ১৫০তম সিনেমা ‘সারফিরা’। সুধা কোঙ্গারা পরিচালনায় এই সিনেমাটিতে অভিনয় করেছেন—রাধিকা মদন, পরেশ রাওয়াল, সীমা বিশ্বাস প্রমুখ।