ভারতের পশ্চিমবঙ্গসহ দেশটির সাত রাজ্যের ১৩টি বিধানসভা আসনের উপনির্বাচনে ধাক্কা খেল ক্ষমতাসীন দল বিজেপি নেতৃত্বাধীন জোট এনডিএ। এর মধ্যে জেতা এবং এগিয়ে থাকার হিসাবে কংগ্রেস, তৃণমূল, আপ, ডিএমকেসহ বিরোধী জোট ‘ইনডিয়া’র শরিকেরা ১০টি পেতে চলেছে। বিজেপি এগিয়ে আছে মাত্র দু’টিতে!
শেষ খবর পাওয়া পর্যন্ত বিধানসভা উপনির্বাচনে পরাজয়ের মুখে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ। এগিয়ে কংগ্রেস-সহ ‘ইনডিয়া’র শরিকেরা। পশ্চিমবঙ্গের চারটি বিধানসভার পাশাপাশি গত বুধবার ভারতের আরও ছয়টি রাজ্যের যে নয়টি বিধানসভা আসনে ভোট হয়। তার মধ্যে বিজেপি একটি এবং তার সহযোগী জেডিইউ একটিতে এগিয়ে। কংগ্রেস পাঁচটি এবং আম আদমি পার্টি একটিতে এগিয়ে। হিমাচলের হামিরপুর এবং রুপৌলিতে এগিয়ে বিজেপি এবং জেডিইউ। অর্থাৎ, তৃণমূলের চারটি আসন ধরলে ১৩টির মধ্যে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ-র ঝুলিতে মাত্র দু’টি আসন আসতে চলেছে।
পশ্চিমবঙ্গের রায়গঞ্জ, রানাঘাট দক্ষিণ, বাগদা এবং মানিকতলার উপনির্বাচনে জিতেছে তৃণমূল। অথচ ২০২১-এর নীলবাড়ির লড়াইয়ে এর মধ্যে প্রথম তিনটি ছিল বিজেপি দখলে। পাশাপাশি দেশের আরও ছয়টি রাজ্যের যে নয়টি বিধানসভা আসনে ভোট হয়েছে, তার মধ্যে হিমাচলের হামিরপুরে বিজেপি জিতছে। নির্দল প্রার্থী এগিয়ে রয়েছেন বিহারের রুপৌলিতে।
কংগ্রেস হিমাচলের দু’টি আসনে জিতেছে। উত্তরাখণ্ডের দু’টি আসনেও তারা এগিয়ে। পাঞ্জাবে একটি বিধানসভা আসনে আম আদমি পার্টি এবং তামিলনাড়ুর একটিতে ডিএমকে জিতেছে। মধ্যপ্রদেশের অমরওয়াড়ায় চলছে ‘হাড্ডা হাড্ডি’ লড়াই। সেখানে বিজেপি কংগ্রেসের চাইতে এগিয়ে থাকলেও ভোট পার্থক্য হাজারেরও কম।
হিমাচলের হামিরপুর বিধানসভা আসনে জয়ী হয়েছেন বিজেপি প্রার্থী আশিস শর্মা। কংগ্রেসের পুষ্পেন্দ্র বর্মাকে দেড় হাজার ভোটে হারিয়েছেন তিনি। ২০২২ সালের বিধানসভা ভোটে ওই কেন্দ্রে কংগ্রেস এবং বিজেপি প্রার্থীকে হারিয়ে নির্দল প্রার্থী হিসাবে জিতেন আশিস। সম্প্রতি বিধায়ক পদে ইস্তফা দিয়ে তিনি বিজেপিতে যোগ দেওয়ায় ওই আসনে উপনির্বাচন হয়।
পাঞ্জাবের জালন্ধর পশ্চিমে বিজেপির শীতল অঙ্গুরল রিঙ্কুকে হারিয়ে জয়ী হয়েছেন আম আদমি পার্টির প্রার্থী মহিন্দর ভগত। ব্যবধান প্রায় সাড়ে ৩৭ হাজার ভোটের। ২০২২ সালে জয়ী আপ প্রার্থী রিঙ্কুর বিজেপিতে যোগদানের ফলে উপনির্বাচন হয় বুধবার। এ বার ভোটে রিঙ্কু লড়েছেন বিজেপির টিকিটে।
বিহারের রুপৌলি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে তৃতীয় স্থানে রয়েছেন আরজেডি প্রার্থী তথা প্রাক্তন বিধায়ক বীমা ভারতী। সেখানে এগিয়ে মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের দল জেডিইউর প্রার্থী। দ্বিতীয় স্থানে নির্দলীয় প্রার্থী। ২০২০ সালে বিহারের বিধানসভা ভোটে ওই আসন থেকে জেডিইউ প্রার্থী হিসাবে জিতেন বীমা। চলতি বছরের গোড়ায় বিধায়ক পদে ইস্তফা দিয়ে তেজস্বী যাদবের উপস্থিতিতে আরজেডিতে যোগ দেন। লোকসভা ভোটে তেজস্বী কংগ্রেস নেতা পাপ্পু যাদবকে কোণঠাসা করতে পূর্ণিয়া আসনে বীমাকে প্রার্থী করেন। কিন্তু তিনি তৃতীয় হন। নির্দল হিসাবে দাঁড়িয়ে জেতেন পাপ্পু। দ্বিতীয় হন জেডিইউ প্রার্থী।
হিমাচল প্রদেশের দেহরা বিধানসভা আসনের উপনির্বাচনে বিজেপি প্রার্থী হোশিয়ার সিংহের তুলনায় সাত হাজারেরও বেশি ভোটে এগিয়ে সে রাজ্যের মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিংহ সুখুর স্ত্রী কমলেশ ঠাকুর। ২০২২ সালের বিধানসভা ভোটে ওই কেন্দ্রে কংগ্রেস এবং বিজেপি প্রার্থীকে হারিয়ে জিতেন হোশিয়ার। গত বছর বিধায়ক পদে ইস্তফা দিয়ে তিনি বিজেপিতে যোগ দেওয়ায় ওই আসনে উপনির্বাচন হচ্ছে।
উত্তরাখণ্ডের বদ্রীনাথের কংগ্রেস বিধায়ক রাজেন্দ্র সিংহ ভান্ডারি ইস্তফা দিয়ে ওই আসনে উপনির্বাচনে বিজেপির প্রার্থী হয়েছেন। ওই রাজ্যের মঙ্গলৌরে বিএসপি বিধায়কের মৃত্যুর কারণে উপনির্বাচন হচ্ছে। তামিলনাড়ুর বিক্রবন্দীতে ডিএমকে বিধায়কের মৃত্যু এবং পঞ্জাবের জালন্ধর পশ্চিমে আপ বিধায়ক শীতল অঙ্গুরল রিঙ্কুর বিজেপিতে যোগদানের ফলে উপনির্বাচন হচ্ছে বুধবার। এ বার ভোটে রিঙ্কু লড়ছেন বিজেপির টিকিটে।
হিমাচল প্রদেশের দেহরা, হামিরপুর এবং নালাগড়ের তিন নির্দল বিধায়ক বিজেপিতে যোগ দেওয়ার আগে জনপ্রতিনিধিত্ব সংশোধনী আইন মেনে ইস্তফা দেন। তাই সেখানে ভোট হয়েছে। দেহরায় কংগ্রেস প্রার্থী করেছে সে রাজ্যের মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিংহ সুখুর স্ত্রী কমলেশকে। বিহারের রুপৌলীর জেডিইউ বিধায়ক বিমা দেবী আরজেডিতে যোগ দেওয়ায় এবং মধ্যপ্রদেশের অমরওয়াড়ার কংগ্রেস বিধায়ক কমলেশ প্রতাপ শাহ বিজেপিতে যোগ দেওয়ায় সেখানে আবার ভোট।