সীমানা নিয়ে চীনের সঙ্গে চলমান বিরোধের মধ্যেই উত্তর-পূর্বাঞ্চলীয় অরুণাচল রাজ্যে ১২টি জলবিদ্যুৎ কেন্দ্র নির্মাণে তোড়জোড় শুরু করেছে ভারতের কেন্দ্রীয় সরকার। এ লক্ষ্যে ভারত প্রায় ১০০ কোটি ডলার ব্যয়ের পরিকল্পনা করেছে। বার্তা সংস্থা রয়টার্স প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
ভারত যে জায়গায় বিদ্যুৎকেন্দ্রগুলো নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সে এলাকাটিকে চীন দক্ষিণ তিব্বত বলে দাবি করে আসছে। ফলে ভারতের এমন পদক্ষেপ দুই দেশের মধ্যে ফের উত্তেজনা বাড়াতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
চীন এরই মধ্যে ভারতের এই কাজে কড়া প্রতিক্রিয়া জানিয়েছে। চীনা পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, চীন যে অঞ্চলকে দক্ষিণ তিব্বত বলে সেখানে উন্নয়ন কাজের কোনো অধিকার ভারতের নেই। চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এক বিবৃতিতে বলেন, ‘দক্ষিণ তিব্বত চীনের এলাকা।’
অন্যদিকে ভারতের সরকারি কর্মকর্তারা জানিয়েছেন, সম্প্রতি ভারতের কেন্দ্রীয় সরকারের অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ দেশের উত্তরপশ্চিমাঞ্চলে প্রতিটি জলবিদ্যুৎ প্রকল্পের জন্য ৭৫০ কোটি রুপি অনুমোদন করেছেন। আর এই প্রকল্পের আওতায় অরুণাচলের ১২টি বিদ্যুৎকেন্দ্র নির্মাণের জন্য অনুমোদন করা হয়েছে প্রায় ৯ হাজার কোটি রুপি।
উত্তর-পূর্বের অন্যান্য রাজ্যও এই প্রকল্পে অংশীদার হতে পারে এবং উৎপাদিত বিদ্যুতের সুবিধা ভোগ করতে পারে। আগামী ২৩ জুলাই ভারতের লোকসভায় পাস হতে যাওয়া দেশটির ২০২৪-২৫ অর্থবছরের বাজেটে এই প্রকল্পগুলোর বিষয়ে বাজেট বরাদ্দ করা হতে পারে।
ভারত ও চীনের মধ্যে আড়াই হাজার কিলোমিটারের বেশি সীমান্ত আছে, যার বেশিরভাগই অনির্দেশিত। এই সীমান্ত নিয়ে দুই দেশের মধ্যে ১৯৬২ সালে যুদ্ধও হয়েছে।