ঢাকা | বঙ্গাব্দ

ইউক্রেনের অস্ত্র কারখানায় রাশিয়ার হামলা

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, গত এক সপ্তাহে ইউক্রেনের সমরাস্ত্র কারখানা এবং বিমান ঘাঁটির ওপর তারা কমপক্ষে ৩৯টি হামলা চালিয়েছে।
  • | ১৩ জুলাই, ২০২৪
ইউক্রেনের অস্ত্র কারখানায় রাশিয়ার হামলা ইউক্রেনে ক্ষেপণাস্ত্র হামলা জোরদার করেছে রাশিয়া

ইউক্রেনের সমরাস্ত্র কারখানাগুলোতে গত এক সপ্তাহ ধরে ভয়াবহ বিমান ও ড্রোন হামলা চালিয়ে আসছে রাশিয়া। একই সঙ্গে দেশটির বিমান ঘাঁটিগুলোতেও প্রচণ্ড ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে রুশ বিমানবাহিনী। খবর তাসের।

রাশিয়ায় হামলা চালাতে মার্কিন যুদ্ধবিমান এফ-১৬ এর প্রথম চালান ইউক্রেন পাঠানো হয়েছে- এ খবরে বেজায় চটেছে রাশিয়া। যুদ্ধবিমান পাঠানো ও ন্যাটোর সদস্যপদ পেতে যাচ্ছে ইউক্রেন- এসব খরর পেয়েই মূলত গত সপ্তাহে ইউক্রেনের সমরাস্ত্র কারখানা এবং বিমান ঘাঁটির ওপর ভয়াবহ হামলা চালায় রাশিয়া।

ইউক্রেনে হামলা জোরদারের কথা শুক্রবার (১২ জুলাই) এক বিবৃতিতে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে। প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, গত এক সপ্তাহে ইউক্রেনের সমরাস্ত্র কারখানা এবং বিমান ঘাঁটির ওপর তারা কমপক্ষে ৩৯টি হামলা চালিয়েছে। এ হামলা চালাতে তারা স্বয়ংক্রিয় সামরিক ড্রোনও ব্যবহার করেছেন।

রাশিয়ার দাবি, করছে তারা এসব হামলায় ইউক্রেনের কমপক্ষে ১৮০০ সেনাকে হত্যা করতে সক্ষম হয়েছে। এছাড়াও তারা ইউক্রেনর ২৬টি পাল্টা হামলা প্রতিহত করেছে বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়।

প্রসঙ্গত, রাশিয়া শুরু থেকে বলে এসেছে, ইউক্রেনের ন্যাটোভুক্তি রাশিয়ার জন্য চূড়ান্ত রেডলাইন। দেশটি আরো বলেছে, পশ্চিমা দেশগুলোর কারণেই  রাশিয়া ইউক্রেনের বিরুদ্ধে বিশেষ সামরিক অভিযান চালাতে বাধ্য হয়েছে রাশিয়া। আর চলমান যুদ্ধ বন্ধ করতে রাশিয়ার যেসব শর্ত রয়েছে সেগুলোর অন্যতম হচ্ছে- ইউক্রেনকে ন্যাটোর সদস্যপদ পাওয়ার বাসনা সম্পূর্ণ পরিত্যাগ করতে হবে।