আইনি লড়াইয়ে জিতে পাকিস্তানে ইমরান খানের দল তেহরিক ই ইনসাফ বড় সুসংবাদ পেয়েছে। দেশটির পার্লামেন্টে সংরক্ষিত ২৩টি আসন পেতে যাচ্ছে সাবেক প্রধানমন্ত্রীর নেতৃত্বাধীন পিটিআই। শুক্রবার (১২ জুলাই) এক আদেশে এই সিদ্ধান্ত দেয় দেশটি সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট।
৮ ফেব্রুয়ারির পার্লামেন্ট নির্বাচনে দলীয় প্রতীক না পাওয়ায় স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেন পিটিআই নেতারা। পার্লামেন্টে সবচেয়ে বেশি আসনে জয় পেলেও দেশটির নির্বাচন কমিশন জানায়, পার্লামেন্টের সংরক্ষিত আসন পাবেন না তারা। তাদের দাবি, কেবল রাজনৈতিক দলগুলোর জন্যই নির্ধারিত সংরক্ষিত ৭০ আসন।
পরে কারাবন্দি ইমরান খানের দলের নেতারা উচ্চ আদালতের দ্বারস্থ হন। বিষয়টি নিয়ে দীর্ঘ আইনি লড়াই শেষে অবশেষে জয় পায় ইমরান খানের দল। এতে পার্লামেন্টে তারা আরও শক্তিশালী হলো। ফলে আরও চাপে পড়তে যাচ্ছে শাহবাজ শরিফের জোট সরকার।
প্রসঙ্গত, পাকিস্তানের জাতীয় পরিষদে আসনসংখ্যা ৩৩৬টি। নির্বাচন আইন অনুযায়ী এর মধ্যে ৬০টি নারী ও ১০টি মুসলিম নন এমন সংখ্যালঘুদের জন্য সংরক্ষিত।