আগামী প্রেসিডেন্ট নির্বাচন থেকে প্রার্থিতা প্রত্যাহারের চাপে থাকা মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন (৮১) সমর্থকদের নানাভাবে আশ্বস্ত করার চেষ্টা করে যাচ্ছেন। শুক্রবার (১২ জুলাই) নির্বাচন প্রচারে ফিরে এসে তিনি যে ভালো আছেন এ কথাই তিনি সমর্থকদের বলেছেন।
মার্কিন গণমাধ্যমের খবরে বলা হয়, মিশিগান রাজ্যের অন্যতম নির্বাচনী লড়াইক্ষেত্র নর্থভিলে এক নৈশভোজে সমর্থকদের বাইডেন বলেছেন, ‘আমাদের কাজ শেষ করতে হবে। আর তোমাদের কথা দিচ্ছি আমি ঠিক আছি।’
বিরোধী প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের সাথে নির্বাচনী বিতর্কে ব্যর্থতার কারণে বাইডেনকে প্রার্থিতা প্রত্যাহারের জন্যে তার নিজ দল ডেমোক্র্যাট থেকেই নানাভাবে চাপ তৈরি হচ্ছে। তবে বাইডেন নির্বাচনী প্রতিযোগিতা থেকে সরে না দাঁড়ানোর দৃঢ় অবস্থানে রয়েছেন। এর আগে বৃহস্পতিবার (১১ জুলাই) নেটো সম্মেলন শেষের সংবাদ সম্মেলনে একের পর এক ভুল করে লেজেগোবরে অবস্থার সৃষ্টি করেন বাইডেন। এতে তার প্রার্থিতা প্রশ্নের মুখে পড়ে।
সংবাদ সম্মেলন শুরুর ঠিক আগ মুহূর্তে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং ইউক্রেইনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে গুলিয়ে ফেলেন অশীতিপর এই প্রেসিডেন্ট। জেলেনস্কিকে মুখ ফসকে ‘পুতিন’ সম্বোধন করেন বাইডেন। আর শুধু তাই নয়, প্রতিদ্বন্দ্বী রিপাবলিকান নেতা ডোনাল্ড ট্রাম্পকে ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসও বানিয়ে বসলেন। সংবাদ সম্মেলনে কমলা হ্যারিস সম্পর্কে বলতে গিয়ে তার নামের জায়গায় ‘ট্রাম্প’ বলে ফেলেন বাইডেন।
তবে এত ভুলের পরও বাইডেন নির্বাচনি লড়াইয়ে থাকার ব্যাপারে অনড় অবস্থান প্রকাশ করেন। বয়স নিয়ে উদ্বেগ উপেক্ষা করে দৃঢ়তার সঙ্গেই বাইডেন বলেন, তিনি নির্বাচনে লড়বেন। নিজেকে সুস্থ দাবি করে বাইডেন বলেন, আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্পকে পরাজিত করার জন্য তিনিই সেরা প্রার্থী।