ঢাকা | বঙ্গাব্দ

ট্রাম্পের নির্বাচনী প্রচারণায় গুলি, নিহত ২

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ওপর হামলা হয়েছে।
  • | ১৪ জুলাই, ২০২৪
ট্রাম্পের নির্বাচনী প্রচারণায় গুলি, নিহত ২ সংগৃহীত

সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনী প্রচারণার সমাবেশে গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। এতে ডান কানে গুলি লেগেছে রিপাবলিকানের এই প্রেসিডেন্ট প্রার্থীর। এই ঘটনায় সন্দেহভাজন হামলাকারী নিহত হয়েছেন বলে একটি সূত্র জানিয়েছে।

শনিবার (১৩ জুলাই) পিটসবার্গ থেকে প্রায় ৩০ মাইল (৫০ কিলোমিটার) উত্তরে পেনসিলভানিয়ার বাটলারে এই ঘটনা ঘটে বলে জানিয়েছে ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স।

এতে বলা হয়, ট্রাম্প তার বক্তৃতা শুরু করার সঙ্গে সঙ্গে গুলি শুরু হলে ট্রাম্প এবং সমাবেশে উপস্থিত অন্যান্যরা দ্রুত নিচে বসে পড়েন। সমাবেশে গোলাগুলির ঘটনায় ভিড়ের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এতে রিপাবলিকান রাষ্ট্রপতি প্রার্থী ট্রাম্পের কানে ও মাথায় রক্ত দেখা যায়। এরপর সিক্রেট সার্ভিস এজেন্টরা ঝাঁপিয়ে পড়ে তাকে চারপাশ থেকে ঘিরে ফেলেন এবং গাড়িতে করে তাকে সেখান থেকে নিয়ে যান। ঘটনাস্থল থেকে চলে যাওয়ার আগে হাত মুষ্টিবদ্ধ করে উঁচিয়ে ধরে ট্রাম্প বলেন ‘লড়াই, লড়াই, লড়াই’। তার আগে ট্রাম্প প্রায় এক মিনিটের জন্য মঞ্চের পিছনে লুকিয়ে ছিলেন।

এরপর সিক্রেট সার্ভিসের সদস্যরা ট্রাম্পকে দ্রুত একটি গাড়িতে তোলেন। এ সময় ট্রাম্পের কান ও গাল বেয়ে রক্ত পড়তে দেখা যায়। ওই গাড়িতে তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। ট্রাম্পের প্রচার শিবির বলেছে, সাবেক মার্কিন প্রেসিডেন্টকে চিকিৎসা দেওয়া হচ্ছে। তবে তার আঘাত গুরুতর নয়।

সিক্রেট সার্ভিস এজেন্টরা তাকে সরিয়ে নেওয়ার আগেই ট্রাম্প তার কান চেপে ধরেন এবং ‘মেইক আমেরিকা গ্রেট এগেইন’ লেখা সম্বলিত তার লাল টুপিটি ছিটকে যায়। লাইভ ভিডিওতে ট্রাম্পের ডান গাল ও কানে রক্তের ছিটা দেখা গেছে।

একটি সূত্র রয়টার্সকে জানিয়েছে, বন্দুকধারী মারা গেছেন এবং সিক্রেট সার্ভিস এই হামলাকে হত্যাচেষ্টা হিসেবে তদন্ত করছে।

বাটলার কাউন্টি জেলা অ্যাটর্নির বরাত দিয়ে ওয়াশিংটন পোস্টের একজন সাংবাদিক সামাজিক যোগাযোগমাধ্যমে বলেছেন, একজন শ্রোতা হিসেবে থাকা সন্দেহভাজন বন্দুকধারী মারা গেছে এবং অন্য একজনের অবস্থা গুরুতর। তাৎক্ষণিকভাবে বন্দুকধারীর পরিচয় এবং উদ্দেশ্য জানা যায়নি।

এই সহিংসতার ঘটনায় শীর্ষস্থানীয় রিপাবলিকান এবং ডেমোক্র্যাটরা নিন্দা জানিয়েছেন।

এদিকে, ট্রাম্প তার সামাজিক যোগাযোগমাধ্য ট্রুথে লিখেছেন, ‘শ্যুটার সম্পর্কে এই মুহূর্তে কিছুই জানা যায়নি, যিনি মারা গেছেন। আমাকে একটি গুলি করা হয়েছে যা আমার ডান কানের উপরের অংশে বিদ্ধ হয়। অবিলম্বে বুঝতে পারি, কিছু ঘটেছে এবং একটি ঝাঁকুনি ও গুলির শব্দ শুনতে পেয়েছি এবং সঙ্গে সঙ্গে বুলেটটি কানের মধ্যে দিয়ে চলে গেছে। অনেক রক্তক্ষরণ হয়েছে, তাই বুঝতে পারলাম কি হয়েছে। ঈশ্বর যুক্তরাষ্ট্রকে আশীর্বাদ করুন!’

এদিকে ট্রাম্পের ওপর হামলার ঘটনার নিন্দা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এক বিবৃতিতে তিনি বলেছেন, পেনসিলভানিয়ায় সহিংসতার ঘটনায় সবার নিন্দা জানানো উচিত।

বাইডেন আরও বলেছেন, হামলা সম্পর্কে তাকে বিস্তারিত জানানো হয়েছে। শিগগিরই ট্রাম্পের সঙ্গে কথা বলে তাঁর খোঁজখবর নিতে পারবেন বলে আশা করছেন। তিনি বলেন, ‘আমরা এ ধরনের ঘটনা ঘটতেে দিতে পারি না। আমরা এটা সহ্য করতে পারি না’

এক্সে (সাবেক টুইটার) এক পোস্টে সিনেটের শীর্ষ ডেমোক্র্যাট চাক শুমার বলেছেন, পেনসিলভানিয়ায় ট্রাম্পের সমাবেশে যা ঘটেছে তাতে তিনি আতঙ্কিত। সাবেক প্রেসিডেন্ট ট্রাম্প নিরাপদে আছেন বলে স্বস্তি বোধ করছেন।