ঢাকা | বঙ্গাব্দ

কোপার ফাইনালে আর্জেন্টিনা-কলম্বিয়া, পরিসংখ্যানে এগিয়ে কারা?

তিন বছর আগের মারাকানার সেই গৌরব ধরে রাখতে মাঠে নামছে মেসিরা। যদিও কাজটা সহজ হবে না। কারণ, ২৮ ম্যাচ ধরে অপরাজিত থাকা দুর্দান্ত কলম্বিয়াও ছেড়ে কথা বলবে না। এই লড়াইয়ের আগে দেখে নেওয়া যাক পরিসংখ্যানে কোন দল এগিয়ে।
  • | ১৪ জুলাই, ২০২৪
কোপার ফাইনালে আর্জেন্টিনা-কলম্বিয়া, পরিসংখ্যানে এগিয়ে কারা? ফাইল ছবি

আর এক ম্যাচের অপেক্ষা। এরপরই জানা যাবে কার হাতে উঠছে দক্ষিণ আমেরিকার ফুটবলে শ্রেষ্ঠত্বের ট্রফি। সোমবার (১৫ জুলাই) বাংলাদেশ সময় সকাল ৬টায় মায়ামির হার্ড রক স্টেডিয়ামে কোপার ফাইনালে মুখোমুখি হবে আর্জেন্টিনা-কলম্বিয়া। একদিকে লিওনেল মেসি, অন্যদিকে হামেস রদ্রিগেজ। ভক্ত-সমর্থকরা তাই দারুণ একটি লড়াই দেখার প্রত্যাশা করতেই পারেন।


তিন বছর আগের মারাকানার সেই গৌরব ধরে রাখতে মাঠে নামছে মেসিরা। যদিও কাজটা সহজ হবে না। কারণ, ২৮ ম্যাচ ধরে অপরাজিত থাকা দুর্দান্ত কলম্বিয়াও ছেড়ে কথা বলবে না। এই লড়াইয়ের আগে দেখে নেওয়া যাক পরিসংখ্যানে কোন দল এগিয়ে।


সব প্রতিযোগিতা মিলিয়ে এপর্যন্ত ৪২বার মুখোমুখি হয়েছে আর্জেন্টিনা-কলম্বিয়া। দুদলের মুখোমুখি লড়াইয়ে জয়ের পাল্লা ভারী মেসিদের। আর্জেন্টিনার ২৫ জয়ের বিপরীতে কলম্বিয়ার জয় ৯টিতে। বাকি ৮ ম্যাচ ড্র হয়েছে।


গত ১৩ বছরে কোপা আমেরিকায় চারবারের দেখায় নির্ধারিত ৯০ মিনিটে গোল করে একবারও জয় পায়নি মেসিবাহিনী। একটি ড্র ও হারের সঙ্গে জয় পাওয়া ম্যাচ দুটি গড়িয়েছিল টাইব্রেকারে। তাই এবারও তেমন সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায়না।


লাতিন আমেরিকার ফুটবল শ্রেষ্ঠত্বের লড়াইয়ের সর্বশেষ আসরের সেমিফাইনালে এমিলিয়ানো মার্তিনেজের বীরত্বে সেদিন জয় পেয়েছিল আর্জেন্টিনা। নির্ধারিত সময়ের খেলা ১-১ গোলে সমতায় শেষ হওয়ার পর ম্যাচ গড়ায় টাইব্রেকারে। যেখানে সানচেজ, ইয়েরি মিনা এবং কার্দোনার শট ঠেকিয়ে দলকে ফাইনালে তোলেন মার্টিনেজ।