ঢাকা | বঙ্গাব্দ

হাসপাতাল ছেড়েছেন ট্রাম্প

গুরুত্বপূর্ণ এই সম্মেলনটি চলতি সপ্তাহে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ওই সম্মেলনে তাকে আনুষ্ঠানিকভাবে প্রেসিডেন্ট নির্বাচনের জন্য দলীয় মনোনয়ন দেয়া হবে।
  • | ১৪ জুলাই, ২০২৪
হাসপাতাল ছেড়েছেন ট্রাম্প গুলিবিদ্ধ ডোনাল্ড ট্রাম্প

নির্বাচনী সমাবেশে বক্তব্য দেয়ার সময় শনিবার বন্দুকধারীর গুলিতে আহত যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান প্রার্থী এবং সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হাসপাতাল ছেড়েছেন। স্থানীয় সময় শনিবার পেনসিলভানিয়ায় এক সমাবেশে অতর্কিত হামলায় রক্তাক্ত হওয়ার পর তাকে হাসপাতালে নেয়া হয়। হাসপাতাল থেকে ছাড়া পেয়ে ট্রাম্প রিপাবলিকান সম্মেলনে যোগ দেবেন বলেও জানানো হয়েছে।

চলতি বছরের নভেম্বরের নির্বাচনের আগে গুরুত্বপূর্ণ এই সম্মেলনটি চলতি সপ্তাহে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ওই সম্মেলনে তাকে আনুষ্ঠানিকভাবে প্রেসিডেন্ট নির্বাচনের জন্য দলীয় মনোনয়ন দেয়া হবে। সোমবার ওই সম্মেলন শুরু হওয়ার কথা, যেখানে ট্রাম্প তার ভাইস প্রেসিডেন্টের নাম ঘোষণা করার কথা রয়েছে। খবর বিবিসির।

এদিকে ট্রাম্পের প্রচারণা দল জানিয়েছে, ট্রাম্প ‘ভালো আছেন’ এবং আইন প্রয়োগকারী সংস্থাগুলোকে ধন্যবাদ জানিয়েছেন, যারা হামলার প্রাথমিক জবাব দিয়েছে।

যুক্তরাষ্ট্রের ফেডারেল তদন্ত সংস্থা এফবিআই দেশটির সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ওপর হামলাকারীর নাম প্রকাশ করেছে। এর আগে সংস্থাটি জানিয়েছে, ট্রাম্পকে লক্ষ্য করে গুলি করার ঘটনাটি ছিলো একটি ‘হত্যাচেষ্টা’।