ঢাকা | বঙ্গাব্দ

গুলিবর্ষণকারী নিবন্ধিত রিপাবলিকান

ঘটনাস্থলেই সিক্রেট সার্ভিস সদস্যদের গুলিতে নিহত হয়েছেন ম্যাথিউ। তার পরিচয় প্রায় সঙ্গে সঙ্গে পাওয়া গেলেও এফবিআই তখনি তা প্রকাশ করেনি।
  • | ১৪ জুলাই, ২০২৪
গুলিবর্ষণকারী নিবন্ধিত রিপাবলিকান গুলিবিদ্ধ ডোনাল্ড ট্রাম্প

যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যে রিপাবলিকান পার্টির প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের ওপর হামলাকারীর পরিচয় জানা গেছে। মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআই জানিয়েছে, তার নাম থমাস ম্যাথিউ ক্রুকস। তার বয়স মাত্র ২০ বছর।

তিনি পেনসিলভানিয়ার বেথেল পার্ক এলাকা থেকে এসেছেন। এলাকাটি ট্রাম্প যেখানে সমাবেশ করছিলেন সেখান থেকে প্রায় ৭০ কিলোমিটার দূরে। ছোট এলাকাটি রিপাবলিকান সমর্থক অধ্যুসিত এবং ম্যাথিউ নিজেও রিপাবলিকান হিসেবে নিবন্ধিত ভোটার।

এফবিআই আরও জানায় ঘটনাস্থলেই সিক্রেট সার্ভিস সদস্যদের গুলিতে নিহত হয়েছেন ম্যাথিউ। তার পরিচয় প্রায় সঙ্গে সঙ্গে পাওয়া গেলেও এফবিআই তখনি তা প্রকাশ করেনি। তারা মূলত তার ডিএনএ রিপোর্টের জন্য অপেক্ষা করছিলেন।