ঢাকা | বঙ্গাব্দ

ইংল্যান্ডের প্রথম না স্পেনের চতুর্থ

স্পেনের লক্ষ্য চতুর্থবারের চ্যাম্পিয়নশিপ, অন্যদিকে গতবারের রানারআপ ইংলিশরা প্রথম শিরোপা জয়ের স্বপ্ন দেখছে।
  • | ১৪ জুলাই, ২০২৪
ইংল্যান্ডের প্রথম না স্পেনের চতুর্থ সংগৃহীত

ইউরোপের দুই জায়ান্ট স্পেন এবং ইংল্যান্ড রোববার (১৪ জুলাই) রাতে বাংলাদেশ সময় দিবাগত রাত ১টায় বার্লিনে ইউরোর শিরোপা নির্ধারণী ম্যাচে মুখোমুখি হচ্ছে। স্পেনের লক্ষ্য চতুর্থবারের চ্যাম্পিয়নশিপ, অন্যদিকে গতবারের রানারআপ ইংলিশরা প্রথম শিরোপা জয়ের স্বপ্ন দেখছে।

এবারের ইউরোর সবচেয়ে রোমাঞ্চকর ফুটবল খেলছে স্পেন। একমাত্র দল হিসেবে রেকর্ড গোল করে ছয় ম্যাচের সবক’টি জিতে ফাইনালে এসেছে তারা। গোলের সুযোগ সৃষ্টিতেও সবাইকে টেক্কা দিয়েছে স্প্যানিশরা। ইংল্যান্ড ফাইনালে এসেছে অনেকটা খুঁড়িয়ে খুঁড়িয়ে। নেদারল্যান্ডসের বিপক্ষে ২-১ গোলে জেতা সেমিফাইনাল বাদে প্রতিটি ম্যাচে সংগ্রাম করতে হয়েছে তাদের। এমনকি বোরিং রক্ষণাত্মক কৌশলের জন্য গ্রুপ পর্বের এক ম্যাচে কোচ গ্যারেথ সাউথগেটের প্রতি বিয়ারের ক্যান ছুড়ে মেরেছিলেন ইংলিশ সমর্থকরা। তবে ফাইনালে আসার পর শুরু হয়ে গেছে সাউথগেট বন্দনা। সাবেক কোচ সভেন গোরান এরিকসন তো সাউথগেটকে ইংল্যান্ডের ইতিহাসের সেরা কোচের মর্যাদা দিয়েছেন। আজ দুই কোচের শ্রেষ্ঠত্বের চূড়ান্ত পরীক্ষাও।

স্পেন তিনবার ইউরো জিতেছে (১৯৬৪, ২০০৮ ও ২০১২)। জার্মানিও তিনটি ইউরো জিতেছে। আজ জিততে পারলে এককভাবে রেকর্ড চতুর্থ শিরোপার মালিক বনে যাবে তারা। তবে শিরোপা খরায় ভুগলেও সাউথগেটের কোচিংয়ে সম্প্রতি দারুণ ধারাবাহিকতা দেখিয়েছে ইংল্যান্ড। ২০১৬ সালে তিনি দায়িত্ব নেওয়ার পর রাশিয়া বিশ্বকাপের সেমি, কাতার বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল, গত ইউরোর ফাইনাল খেলেছে ইংল্যান্ড। এর মধ্যে লন্ডনের ওয়েম্বলিতে গত ইউরোর ফাইনালে ইতালির কাছে টাইব্রেকারে হেরে হৃদয় ভেঙেছিল তাদের। এবার কি উৎসবে মাততে পারবে তারা!