যুক্তরাষ্ট্রের ফেডারেল তদন্ত সংস্থা এফবিআই দেশটির সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ওপর হামলাকারীর নাম প্রকাশ করেছে।তার নাম থমাস ম্যাথিউ ক্রুকস। তার বয়স মাত্র ২০ বছর।
যুক্তরাষ্ট্রের আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, ট্রাম্পকে লক্ষ করে গুলি করতে ক্রুকস যে অস্ত্রটি ব্যবহার করেন সেটি কিনেছিলেন তার বাবা। তবে তিনি সামরিক কোন কর্মকাণ্ডে কখনো নিয়োজিত ছিল না বলে পেন্টাগন জানিয়েছে। নাম প্রকাশ না করার শর্তে দুই কর্মকর্তা গণমাধ্যমকে জানিয়েছেন, ক্রুকসের বাবা অন্তত ছয় মাস আগে এই অস্ত্রটি কিনেছিলেন। খবর বিবিসির।
গুলিবর্ষণের কয়েক ঘণ্টা পর এফবিআই একটি সংবাদ সম্মেলন করে, সংস্থাটির একজন শীর্ষ কর্মকর্তা কেভিন রোজেক বলেছেন, আমাদের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ওপরে যা হয়েছে তাকে আমরা হত্যা চেষ্টা বলছি। তিনি জানিয়েছেন, তাদের এজেন্টরা এখন ঘটনাস্থলে রয়েছেন এবং এর তদন্ত চালিয়ে যাচ্ছেন।
সংবাদ সম্মেলনে জানানো হয়, গুলি হওয়ার আগ পর্যন্ত ট্রাম্পের সমাবেশের পাশের ভবনের ছাদে কেউ আছে - সেটি আইন প্রয়োগকারী সংস্থাগুলোর জানা ছিলো না। তবে, সংবাদ সম্মেলনে অবশ্য সাবেক প্রেসিডেন্টের নিরাপত্তার দায়িত্বে থাকা সিক্রেট সার্ভিসের কেউ উপস্থিত ছিলেন না।
পেনসিলভানিয়া স্টেট পুলিশের লেফটেনেন্ট কর্নেল জর্জ বাইভেনস বলেছেন, ঘটনাস্থলে থাকা পুলিশ সদস্যরা বীরত্বের পরিচয় দিয়ে বন্দুকধারীকে যথাযথ জবাব দিয়েছেন।
থমাস ক্রুকস নামের ওই তরুণের কাছে কোন ধরনের আইডি কার্ড ছিল না। যে কারণে তার পরিচয় শনাক্ত করতে ডিএনএ নমুনা সংগ্রহ করা হয় বলে জানিয়েছে এফবিআই। তিনি পেনসিলভেনিয়ার বেথেল পার্কে থাকতেন। যা বাটলার থেকে প্রায় ৭০ কিলোমিটার দূরত্বে। ক্রুকস ২০২২ সালে বেথেল পার্ক হাই স্কুল থেকে গ্রাজুয়েশন শেষ করে বলে এক বিবৃতিতে জানিয়েছে স্কুল কর্তৃপক্ষ। রাষ্ট্রের ভোটার কার্ডের তথ্য অনুযায়ী থমাস তালিকাভুক্ত রিপাবলিকান দলের সদস্য।
থমাসের পরিচয় প্রকাশের পর পুলিশ ও বিভিন্ন গোয়েন্দা সংস্থাগুলো তার উদ্দেশ্য জানার চেষ্টা করছে। শনিবার রাতে এক ব্রিফিংয়ে এফবিআই পিটার্সবার্গের বিশেষ এজেন্ট কেভিন রোজেক বলেন, তার মোটিভ কি ছিল সেটি আমরা এখনো নিশ্চিত হতে পারিনি। তবে ঠিক কি ঘটেছে এটির তদন্ত কয়েক মাস ধরেও চলতে পারে। তদন্তকারী কর্মকর্তারা এটি নিয়ে অক্লান্তভাবে কাজ করবে, বলেন রোজেক।
সিএনএনকে দেয়া এক সাক্ষাৎকারে থমাসের বাবা ম্যাথিউ ক্রুকস বলেন, 'ঠিক কী ঘটেছে সেটি আমিও জানতে চাই। তবে নিজের ছেলের বিষয়ে কথা বলার আগে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে আগে কথা বলবো।
সিবিএস নিউজের খবরে বলা হয়েছে, থমাস যে বাড়িটিতে থাকতেন সেই বাড়ির রাস্তাটি পুলিশ সিলগালা করে দিয়েছে। বেথেল পার্কের পুলিশ বলছে, সেই বাড়ির আশপাশে বোমা কিংবা অন্য কিছু রয়েছে কী না সেটি তদন্ত করছে পুলিশ।