ঢাকা | বঙ্গাব্দ

প্রায় ৫ বছর পর সাকিবের সেঞ্চুরি

অবশেষে সেঞ্চুরির দেখা পেলেন সাকিব আল হাসান
  • | ০৩ মে, ২০২৪
প্রায় ৫ বছর পর সাকিবের সেঞ্চুরি সাকিব আল হাসান

অবশেষে সেঞ্চুরির দেখা পেলেন সাকিব আল হাসান। চলতি ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) শেখ জামাল ধানমন্ডি ক্লাবের হয়ে প্রায় ৫ বছর পর সেঞ্চুরি করেছেন বিশ্বসেরা এই অলরাউন্ডার। 


আজ শুক্রবার (৩ মে) সাভারের বিকেএসপিতে গাজী গ্রুপ ক্রিকেটার্সের বিপক্ষে রীতিমতো ঝড় তোলেন সাকিব। মাত্র ৭৩ বলে তিনি তুলে নেন লিস্ট 'এ' ক্যারিয়ারে তার দশম সেঞ্চুরি। পথে তিনি মারেন ৮ চার আর ৭ ছক্কা।


এর আগে, যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরে ডিপিএলে প্রথম ম্যাচ খেলতে নেমে ৪৯ রান করেছিলেন সাকিব। 


আজ সেঞ্চুরিখরা কাটানোর পর অবশ্য বেশিক্ষণ উইকেটে থাকা হয়নি সাকিবের। আব্দুল গাফফার সাকলাইনের বলে শেখ পারভেজ জীবনের হাতে ক্যাচ দিয়েছেন এই অলরাউন্ডার। সাজঘরে ফেরার আগে ৭৯ বলে ১০৭ রান এসেছে তার ব্যাট থেকে।


এর আগে, সবশেষ ৪ বছর ১০ মাস ১৬ দিন আগে তিন অংকের দেখা পেয়েছিলেন সাবেক বাংলাদেশ অধিনায়ক। ২০১৯ সালের জুনে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ১২৪ রানের অপরাজিত ইনিংস খেলেন তিনি।