ঢাকা | বঙ্গাব্দ

‘আয়রন ম্যান স্যুট’ বানাতে চান ইলন মাস্ক

ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদন অনুসারে, ট্রাম্পকে নির্বাচনে জেতানোর জন্য মাসে ৪৫ মিলিয়ন ডলার অনুদান দেওয়ার পরিকল্পনা করেছেন মাস্ক।
  • | ১৭ জুলাই, ২০২৪
‘আয়রন ম্যান স্যুট’ বানাতে চান ইলন মাস্ক ইলন মাস্ক

সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ওপর হত্যাচেষ্টার পর নিজের সুরক্ষায় সুপারহিরো চরিত্র আয়রন ম্যানের মতো ‘ধাতব স্যুটের বর্ম’ তৈরি করতে চান টেসলার প্রধান ইলন মাস্ক। মার্কিন সংবাদমাধ্যম ‘এওএল.কম’ এক প্রতিবেদনে এসব তথ্য জানা যায়।

প্রযুক্তিবিষয়ক একটি ব্লগের পক্ষ থেকে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে ইলন মাস্কের নিরাপত্তা বৃদ্ধির বিষয়ে প্রশ্ন করা হয়। এর পরপরই এক পোস্টে ইলন মাস্ক বলেন, ‘হয়তো এখন সেই উড়ন্ত ধাতব স্যুটের বর্ম তৈরির সময় এসেছে।’

যুক্তরাষ্ট্রের আগামী প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পকে সমর্থন দেওয়ায় টেসলার প্রধানকে নিজের নিরাপত্তা বিষয়ে জোর দেওয়ার পরামর্শ দেন এক্সের ব্যবহারকারী ও মাস্কের ভক্তরা। মাস্ক বলেন, সামনে অনেক বিপদ রয়েছে। ‘গত আট মাসে’ দুই ব্যক্তি ‘ভিন্ন ভিন্ন সময়ে’ তার জীবন কেড়ে নেওয়ার চেষ্টা করেছেন। ট্রাম্পের হত্যাচেষ্টার পরপরই এমন মন্তব্য করলেন মাস্ক। এর আগে সাবেক মার্কিন প্রেসিডেন্টের প্রতি ‘পুরোপুরি’ সমর্থন দেন তিনি।

এদিকে ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদন অনুসারে, ট্রাম্পকে নির্বাচনে জেতানোর জন্য মাসে ৪৫ মিলিয়ন ডলার অনুদান দেওয়ার পরিকল্পনা করেছেন মাস্ক।

উল্লেখ্য, পেনসিলভানিয়া অঙ্গরাজ্যের এক নির্বাচনী প্রচারণায় মঞ্চে ট্রাম্পের ওপর গুলিবর্ষণ প্রতিরোধ ব্যর্থতার জন্য সিক্রেট সার্ভিসকে দোষারোপ করেছেন ইলন মাস্ক। তবে হামলার পর নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে ট্র্যুথ সোশ্যালে সিক্রেট সার্ভিসদের ধন্যবাদ জানান ডোনাল্ড ট্রাম্প। সেই সঙ্গে নিহতের পরিবারের প্রতি সমবেদনা জানান।