ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় চলমান যুদ্ধ শেষে মধ্যপ্রাচ্যে নতুন একটি জোট গড়ার আহ্বান জানিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। মার্কিন আইনপ্রণেতাদের উদ্দেশ্যে নেতানিয়াহু বলেন, ‘আমরা এটিকে আব্রাহাম জোট বলতে পারি। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল এ জোট গড়তে পারে।’ সংশ্লিষ্ট অন্যান্য দেশগুলোকে এই জোটে যুক্ত হওয়ার আহ্বান জানান তিনি।
স্থানীয় সময় বুধবার (২৪ জুলাই) ওয়াশিংটনে মার্কিন কংগ্রেসের যৌথ অধিবেশনে দেয়া এক ভাষণে ইসরাইলের প্রধানমন্ত্রী এসব কথা বলেন। নেতানিয়াহুর প্রায় ঘণ্টাব্যাপী ভাষণের মাঝে আইনপ্রণেতারা যেমন হাততালিতে ফেটে পড়েছেন, তেমনি অনেক শীর্ষ ডেমোক্র্যাটিক নেতা চুপ করে বসে ছিলেন।
ইসরায়েলের প্রধানমন্ত্রী বলেন, হামাস এবং অন্যান্য ইরান-সমর্থিত গ্রুপের বিরুদ্ধে ইসরাইলের সঙ্গে যুক্তরাষ্ট্রের অভিন্ন স্বার্থ জড়িত আছে। যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলকে একসঙ্গে থাকতে হবে। আমরা যখন একসঙ্গে থাকি, তখন খুব সহজ একটা জিনিস ঘটে। আমরা জিতি, তারা হারে।’
মধ্যপ্রাচ্যে আলোচিত আব্রাহাম চুক্তি সম্পাদনে সহায়তার জন্য সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশংসা করেন নেতানিয়াহু। ক্ষমতায় থাকাকালে ইসরায়েলে মার্কিন দূতাবাস জেরুজালেমে স্থানান্তর এবং গোলান মালভূমিতে ইসরায়েলের সার্বভৌমত্বের স্বীকৃতি দেওয়ায় ট্রাম্পকে ধন্যবাদ জানান ইসরায়েলর প্রধানমন্ত্রী।
নেতানিয়াহু যখন মার্কিন কংগ্রেসের যৌথ অধিবেশনে ভাষণ দিচ্ছিলেন, তখন ওয়াশিংটনে ক্যাপিটল ভবনের বাইরে হাজারো মানুষ বিক্ষোভ করেন। গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির দাবিতে বিক্ষোভ করেন তারা। ভাষণে নেতানিয়াহু বিক্ষোভকারীদের ইসরাইলের শত্রুদের পক্ষের 'বোকা' বলে অভিহিত করেন।
মার্কিন প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের ওপর সম্প্রতি হামলার সমালোচনা করে ইসরায়েলের প্রধানমন্ত্রী বলেন, গণতন্ত্রে রাজনৈতিক সহিংসতার কোনো জায়গা নেই।
গাজায় চলমান যুদ্ধে পাশে থাকায় যুক্তরাষ্ট্রকে ধন্যবাদ জানিয়ে নেতানিয়াহু বলেন, ‘দশকের পর দশক ধরে যুক্তরাষ্ট্র আমাদের দেশকে উদারভাবে সামরিক সহায়তা ও পরামর্শ দিয়ে আসছে। এসব অনেক জীবন বাঁচিয়ে দিয়েছে।’ মার্কিন আইনপ্রণেতাদের দ্রুত সামরিক সহায়তা ছাড়ের আহ্বান জানিয়ে ইসরায়েলি প্রধানমন্ত্রী বলেন, ‘আমাদের দ্রুত সরঞ্জাম (সামরিক) দিন, আমরা দ্রুত কাজ শেষ করব।’