ঢাকা | বঙ্গাব্দ

রাশিয়ায় সাবেক প্রতিরক্ষা মন্ত্রী গ্রেফতার

দুর্নীতির অভিযোগে দিমিত্রি বুলগাকভের বিরুদ্ধে ওই মামলাটি দায়ের করে আইসি। গ্রেফতারের পর তাকে মস্কোর বাতিরস্কায়া কারাগারে রাখা হয়েছে।
  • | ২৭ জুলাই, ২০২৪
রাশিয়ায় সাবেক প্রতিরক্ষা মন্ত্রী গ্রেফতার আইসির সদর দফতর

রাশিয়ার সাবেক উপপ্রতিরক্ষা মন্ত্রী দিমিত্রি বুলগাকভকে গ্রেফতার করেছে দেশটির দুর্নীতি তদন্ত (আইসি) সংস্থা। দেশটির ফেডারেল তদন্ত সংস্থা সাবেক ওই মন্ত্রীর বিরুদ্ধে শুক্রবার (২৬ জুলাই) মামলা দায়েরের পরই তাকে গ্রেফতার করা হয়। খবর রুশ বার্তা সংস্থা তাসের।

দুর্নীতির অভিযোগে দিমিত্রি বুলগাকভের বিরুদ্ধে ওই মামলাটি দায়ের করে আইসি। গ্রেফতারের পর তাকে মস্কোর বাতিরস্কায়া কারাগারে রাখা হয়েছে। আইসির মুখপাত্র এসভেতলানা পেতরেনকা এক বিবৃতিতে জানান, সাবেক উপপ্রতিরক্ষা মন্ত্রী দিমিত্রি বুলগাকভকে দুর্নীতি বিরোধী তদন্ত কমিটি জিজ্ঞাসাবাদ করবে।

৬৯ বছর বয়সী দিমিত্রি বুলগাকভ ২০০৮ সাল থেকে ২০২২ সাল পর্যন্ত রাশিয়ার উপপ্রতিরক্ষা মন্ত্রী ছিলেন। ২০১৬ সালে তিনি রাশিয়ার বীর উপাধী পান। এর আগে সাবেক আরেক উপপ্রতিরক্ষা মন্ত্রী তিমুর ইভানভসহ আরো ছয় ঊর্ধ্বতন কর্মকর্তাকে দুর্নীতির দায়ে গ্রেফতার করা হয়েছে।