ঢাকা | বঙ্গাব্দ

শেখ হাসিনার পর আওয়ামী লীগ নেতা কে, প্রশ্ন রিজভীর

প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার পর দলটির নেতা কে, এমন প্রশ্ন রেখেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
  • | ০৩ মে, ২০২৪
শেখ হাসিনার পর আওয়ামী লীগ নেতা কে, প্রশ্ন রিজভীর রুহুল কবির রিজভী

প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার পর দলটির নেতা কে, এমন প্রশ্ন রেখেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। শুক্রবার (৩ সে) রাজধানীর উত্তরায় তুরাগ থানার আয়োজনে তীব্র দাবদাহে পথচারীদের মাঝে খাবার পানি ও স্যালাইন বিতরণ কর্মসূচিতে অংশ নিয়ে তিনি এ প্রশ্ন রাখেন।


রিজভী বলেন, এই সরকারের অধীনে যত নির্বাচন হয়েছে সবই ডামি নির্বাচন, একতরফা নির্বাচন। নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিন।


তিনি বলেন, সুপরিকল্পিতভাবে সরকার বিএনপির জনসভা পণ্ড করেছে। ভারতের আগ্রাসন থেকে রক্ষার বীর হিসেবে জানবে বিএনপি নেতাদের, আর আওয়ামী লীগ নেতাদের মীর জাফর হিসেবে চিনবে ভবিষ্যৎ প্রজন্ম।