ঢাকা | বঙ্গাব্দ

তুরস্কের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত এরদোগান

নেতানিয়াহুর বক্তব্য শুনে মার্কিন পার্লামেন্ট সদস্যরা গত বুধবার যেভাবে হাততালি দিয়েছে, তা দেখে লজ্জায় বিশ্বের বিবেকবান মানুষের মাথা হেট হয়ে গেছে।
  • | ২৮ জুলাই, ২০২৪
তুরস্কের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত এরদোগান তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান

যুক্তরাষ্ট্রের পার্লামেন্টে 'স্থুল বুদ্ধির' মার্কিন এমপিরা শুনেছেন মিথ্যাবাদী ও যুদ্ধবাজ ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহুর কথা। গাজায় ৪০ হাজার নিরপরাধ বেসামরিক ফিলিস্তিনিকে হত্যাকরী ইসরায়েল মানবাধিকারকে পদদলিত করেছে। এখন তাদের নোংরা দৃষ্টি পড়েছে তুরস্কের দিকে। নেতানিয়াহুর সাম্প্রতিক মার্কিন সফর নিয়ে এভাবেই নিজের রাগ ঝেড়েছেন তুরস্কের প্রধানমন্ত্রী রিসেপ তাইয়েপ এরদোগান। তুরস্কের উত্তর-পূর্বাঞ্চলীয় প্রদেশ রাইজে শনিবার (২৭ জুলাই) এক সমাবেশে এসব কথা বলেন এরদোগান। খবর আনাদোলুর।

তিনি বলেন, গাজায় গণহত্যা চালিয়ে নেতানিয়াহু উল্টো ফিলিস্তিনিদের বিরুদ্ধে মিথ্যা গল্প ফেঁদেছেন যুক্তরাষ্ট্রের পার্লামেন্টে গিয়ে। তার এসব মিথ্যাচারকে বিশ্বাস করেছেন 'স্থুল বুদ্ধির' মার্কিন এমপিরা। এরদোগানের প্রশ্ন, তার মতো একটা জঘন্য হত্যাকারীকে কিভাবে লালগালিচা সংবর্ধনা দেয় নির্বোধ মার্কিন এমপিরা?

নেতানিয়াহুর বক্তব্য শুনে মার্কিন পার্লামেন্ট সদস্যরা গত বুধবার যেভাবে হাততালি দিয়েছে, তা দেখে লজ্জায় বিশ্বের বিবেকবান মানুষের মাথা হেট হয়ে গেছে। এ সময় এরদোগান আরো বলেন, গাজাকে ধূলায় মিশিয়ে দেয়া বর্বর ইসরায়েলিরা যে এর পর তুরস্কের আনাতোলিয়ার দিকে কু-দৃষ্টি দেবে না, তারই বা কি নিশ্চয়তা আছে। তুরস্কের বিরোধী দলের নেতাদের দাবি, ফিলিস্তিনের নেতাদেরও তুর্কি পার্লামেন্টে আমন্ত্রণ জানিয়ে তাদের বক্তব্য দেয়ার সুযোগ দেয়া উচিত।