ঢাকা | বঙ্গাব্দ

চীনে ভূমিধসে নিহত ছয়

একতলার একটি অতিথি ভবন ধসে পড়লে ১৮ জন মাটির নিচে চাপা পড়ে। এ পর্যন্ত ছয়জনের মরদেহ এবং ছয়জনকে উদ্ধার করা হয়েছে।
  • | ২৮ জুলাই, ২০২৪
চীনে ভূমিধসে  নিহত ছয় আটকে পড়াদের খোঁজ চলছে

চীনের মধ্যাঞ্চলীয় হুনান প্রদেশে বন্যার কারণে সৃষ্ট ভূমিধসে ছয়জন মারা গেছেন। দেশটির রাষ্ট্রীয় সম্প্রচার কেন্দ্র সিসিটিভি রোববার এই তথ্য দিয়েছে। সেখানে বলা হয়েছে, দুর্যোগের কারণে একতলার একটি অতিথি ভবন ধসে পড়লে ১৮ জন মাটির নিচে চাপা পড়ে। এ পর্যন্ত ছয়জনের মরদেহ এবং ছয়জনকে উদ্ধার করা হয়েছে। সিসিটিভি আরও জানিয়েছে, পাহাড় থেকে নেমে আসা আকস্মিক ঢলে ভূমিধসের ঘটনা ঘটে।

চীনে গ্রীস্মকালে চরম আবহাওয়ার কারণে আকস্মিক বন্যাসহ নানা প্রাকৃতিক দুর্যোগ দেখা দেয়। উত্তর ও দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় চীনে চলতি মাসে আকস্মিক বন্যায় অন্তত ২০ জনের প্রাণহানি হয়েছে। দেশটিতে মে মাসে কয়েকদিনের বৃষ্টিতে একটি মহাসড়ক ধসে ৪৮ জন নিহত হয়েছেন।