ইরানের নবনির্বাচিত প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে বৈঠকের কথা জানিয়েছেন পুতিন। চলতি বছরের অক্টোবরে রাশিয়ার কাজানে অনুষ্ঠিত হতে যাচ্ছে ব্রিকস জোটের সম্মেলন। সেখানে অংশগ্রহণ করার কথা রয়েছে ইরানেরও। ওই সম্মেলনের মধ্যেই ইরানের নবনির্বাচিত প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে বৈঠক করবেন পুতিন। ক্রেমলিন মুখপাত্র দিমিত্রি পেসকভ এ তথ্য নিশ্চিত করেছেন। খবর তাসের।
দিমিত্রি পেসকভের বরাত দিয়ে রাশিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম তাসের প্রতিবেদনটিতে বলা হয়, ইরানকে ব্রিকস সম্মেলনে অংশগ্রহণের আমন্ত্রণ জানানো হয়েছে। রাশিয়ার পক্ষ থেকে আশা করা হচ্ছে ইরানের নতুন রাষ্ট্রপতি শীর্ষ সম্মেলনে যোগ দেবেন। রাশিয়ার উপ-পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রে রুডেনকো বলেছেন, আমরা তার (ইরানের প্রেসিডেন্ট) জন্য অপেক্ষা করবো এবং রাষ্ট্রপতি পুতিন আসন্ন বৈঠকের জন্য প্রস্তুত হচ্ছেন। রাশিয়া এবং ইরান একটি ব্যাপক সহযোগিতা চুক্তি চূড়ান্ত করার দ্বারপ্রান্তে। সে ঐতিহাসিক দলিলের মঞ্চই তৈরি করা হচ্ছে।
ইরানের সংবাদ মাধ্যম আইআরএনএ জানিয়েছে, ইরানের প্রেসিডেন্ট তার রাশিয়া সফর ইতোমধ্যে চূড়ান্ত করেছে। অক্টোবরে ইরানের প্রেসিডেন্টের ব্রিকস শীর্ষ সম্মেলনে যোগদান ও চুক্তি স্বাক্ষর করার প্রস্তুতির কথা নিশ্চিত করেছে।