মহারাষ্ট্রের সিন্ধুদুর্গ জেলায় জঙ্গল থেকে শনিবার বছর পঞ্চাশের এক মার্কিন মহিলাকে উদ্ধার করে পুলিশ। ললিতা কাই নামে ওই মহিলাকে লোহার শিকল দিয়ে গাছের সঙ্গে বেঁধে রাখা হয়। সেই ঘটনায় এ বার মহিলার প্রাক্তন স্বামীর বিরুদ্ধে হত্যা চেষ্টার অভিযোগে মামলা রুজু করেছে পুলিশ। ওই মহিলাকে উদ্ধারের পর গোয়ায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে চিকিৎসার জন্য। আপাতত সেখানেই চিকিৎসাধীন তিনি। পুলিশ সূত্রে খবর, হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই মহিলা একটি লিখিত অভিযোগ জানিয়েছেন পুলিশের কাছে। সেই অভিযোগপত্রের ভিত্তিতেই মামলা রুজু করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, অভিযোগপত্রে মহিলার দাবি, তার প্রাক্তন স্বামীই লোহার শিকল দিয়ে তাকে জঙ্গলের মধ্যে বেঁধে রেখে দেন। উল্লেখ্য, যে জঙ্গল থেকে তাকে উদ্ধার করা হয়, সেটি সিন্ধুদুর্গ জেলা সোনুরলি গ্রামের কাছেই। এই এলাকা থেকে গোয়ার সীমানা কাছেই। উদ্ধারের সময় মানসিক সমস্যায় ভুগছিলেন তিনি, তাই গোয়ার একটি হাসপাতালে তাকে নিয়ে যাওয়া হয় চিকিৎসার জন্য।
সিন্ধুদুর্গ জেলার পুলিশ সুপার সৌরভ আগরওয়াল জানিয়েছেন, মহিলার অভিযোগের ভিত্তিতে মামলা রুজু করা হয়েছে। তবে তিনি প্রাক্তন স্বামীর বিরুদ্ধে যে অভিযোগ আনছেন, সেটির সত্যতাও যাচাই করার চেষ্টা করছেন পুলিশ। পাশাপাশি, মহিলার বয়ান রেকর্ড করাও বাকি রয়েছে বলে জানিয়েছেন তিনি।
প্রসঙ্গত, ললিতা কাই নামে ওই মহিলাকে উদ্ধারের সময় তার একটি আধার কার্ডও (ভারতীয় পরিচয়পত্র) পেয়েছে পুলিশ। সেটিতে তামিলনাড়ুর ঠিকানা উল্লেখ রয়েছে। একই সঙ্গে মার্কিন পাসপোর্টের একটি প্রতিলিপিও ছিল মহিলার সঙ্গে। পুলিশ জানিয়েছে, ওই মহিলার ভিসার মেয়াদ ফুরিয়ে গেছে এবং তিনি ১০ বছর ভারতে রয়েছেন।