ঢাকা | বঙ্গাব্দ

ইসরায়েলের সেনাঘাঁটিতে হিজবুল্লাহর হামলা

ইসরায়েলি বাহিনী সোমবার দক্ষিণ লেবাননের জিবচিট গ্রামে যে হামলা চালিয়েছে তার জবাবে ওই ক্ষেপণাস্ত্র হামলা চালায় হিজবুল্লাহ।
  • | ৩১ জুলাই, ২০২৪
ইসরায়েলের সেনাঘাঁটিতে হিজবুল্লাহর হামলা কাতিউশা রকেট হামলা

লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ উত্তর ইসরায়েলের একটি সামরিক ঘাঁটিতে ব্যাপকভাবে রকেট হামলা চালিয়েছে। এতে ইসরায়েলের এক নিরাপত্তা কর্মী নিহত হয়েছে। লেবাননের হামলার প্রতিশোধ নিতে মঙ্গলবার (৩০ জুলাই) ওই পাল্টা হামলা চালায়। খবর আল-মায়াদিন টিভির।

লেবাননের গণমাধ্যম জানিয়েছে, ইসরায়েলের গ্যালিলি অঞ্চলের একটি সেনা কমান্ড সেন্টারে হিজবুল্লাহর যোদ্ধারা রকেট হামলা চালায়। ওই হামলায় দখলদার ইসরায়েলের এক নিরাপত্তা কর্মী নিহত হয়েছে বলে ইসরাইলি গণমাধ্যম নিশ্চিত করেছে।

এদিকে হিজবুল্লাহ এক বিবৃতিতে জানিয়েছে, তাদের যোদ্ধারা ইসরায়েলের হিললেল সামরিক ঘাঁটিতে রকেট দিয়ে হামলা চালিয়েছে। ইসরায়েলি বাহিনী সোমবার দক্ষিণ লেবাননের জিবচিট গ্রামে যে হামলা চালিয়েছে তার জবাবে ওই ক্ষেপণাস্ত্র হামলা চালায় হিজবুল্লাহ। এছাড়া, ইসরায়েলের জাল আল-আলম সামরিক ঘাঁটিতেও হিজবুল্লাহ যোদ্ধারা গোলাবার্ষণ করেছে।