ঢাকা | বঙ্গাব্দ

প্রাক মৌসুমের প্রথম ম্যাচেই হার রিয়ালের

এসি মিলানের কাছে ১-০ গোলে হারে আনচেলত্তির শিষ্যরা।
  • | ০১ আগস্ট, ২০২৪
প্রাক মৌসুমের প্রথম ম্যাচেই হার রিয়ালের সংগৃহীত

প্রাক মৌসুমের প্রথম প্রীতি ম্যাচে ইতালিয়ান ক্লাব এসি মিলানের কাছে হেরেছে স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ। বৃহস্পতিবার (১ আগস্ট) যুক্তরাষ্ট্রের শিকাগোতে এসি মিলানের কাছে ১-০ গোলে হারে আনচেলত্তির শিষ্যরা।

মিলানের নতুন কোচ পাওলো ফনসেকা বলেন, 'ফলাফল ততটা গুরুত্বপূর্ণ নয়, তবে সাধারণভাবে জয় পাওয়াটা গুরুত্বপূর্ণ। আজকের রাতটা নিয়ে আমি সত্যিই ইতিবাচক। বল পায়ে ম্যাচে আধিপত্য বিস্তার করাই আমাদের পরিষ্কার উদ্দেশ্য ছিল।'

দ্বিতীয়ার্ধে আটটি শট নেয় রিয়াল মাদ্রিদ। ম্যাচের ১২ মিনিটে ব্রাজিলিয়ান ফরোয়ার্ড এনদ্রিক মোরেইরার শট অফসাইডে বাতিল হয়ে যায়। পতাকা ওড়ানোর আগেই তা ঠেকিয়ে দেন গোলরক্ষক লরেঞ্জো তোরিয়ানি।

৬৫ মিনিটে যুক্তরাষ্ট্রের জাতীয় দলের অধিনায়ক ক্রিশ্চিয়ান পুলিসিচের ডান দিক থেকে ১০ গজ দূর থেকে নেওয়া শট ঠেকিয়ে দেন কোর্তোয়া।

প্রাক-মৌসুম প্রদর্শনী সিরিজে উল্লেখযোগ্য কিলিয়ান এমবাপ্পে এবং জুড বেলিংহামকে ছাড়াই খেলে রিয়াল মাদ্রিদ দল। প্রথমবারের মতো নবাগত মোরেইরাকে মাঠে পরখ করে নিচ্ছিলেন তিনি।

ম্যাচ শেষে আনচেলত্তি বলেন, 'আমরা তরুণ একটি দল নিয়ে খেলতে নেমেছিলাম, তাই আমরা জানি এটা সহজ ম্যাচ হবে না। ওরা বলের দখল নিয়েছিল, মোমেন্টাম পেয়েছিল।'