ঢাকা | বঙ্গাব্দ

হানিয়ার জানাজার ইমামতি করবেন খামেনি

হামাসের দাবি, ইসরায়েলি হামলায় হানিয়া নিহত হয়েছেন। হানিয়া হত্যার জবাব দেওয়ার ঘোষণা দিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠনটি।
  • | ০১ আগস্ট, ২০২৪
হানিয়ার জানাজার ইমামতি করবেন খামেনি ইসমাইল হানিয়ার সঙ্গে আয়াতুল্লাহ আলী খামেনি

ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের প্রধান ইসমাইল হানিয়ার জানাজা হবে আজ। বৃহস্পতিবার ইরানের রাজধানী তেহরানে হামাসপ্রধানের জানাজা হবে। জানাজায় ইমামতি করবেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। বুধবার ভোরে ইরানের রাজধানী তেহরানে হানিয়ার আবাসস্থলে হামলায় হানিয়ার সঙ্গে তার এক দেহরক্ষীও নিহত হয়েছেন।

ইরানের নতুন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের শপথ অনুষ্ঠানে যোগ দিতে ইরানে যান হানিয়া। মঙ্গলবার তেহরানে এ অনুষ্ঠান হয়। হানিয়ার ওপর হামলায় কারা জড়িত সেটা এখনো আনুষ্ঠানিকভাবে জানা না গেলেও হামাসের দাবি, ইসরায়েলি হামলায় হানিয়া নিহত হয়েছেন। হানিয়া হত্যার জবাব দেওয়ার ঘোষণা দিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠনটি।